সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ সেপ্টেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হাইজ্যাক, স্বামীকে স্ত্রীর খুন, পুলিশ কনস্টেবলের মৃত্যু, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ জানাল শিক্ষা সংসদ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অক্টোবরের ৩১ তারিখের আশেপাশে প্রকাশিত হবে। তবে কিছু ক্ষেত্রে সামান্য দেরি হতে পারে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর সিটের জন্য কেন্দ্রীয়ভাবে পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আর বিতর্কিত বায়োলজি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া প্রার্থীদের নাম্বার দেওয়া হবে। এ বছর ৬,৬০,৩৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। উপস্থিতির হার ছিল ৯৮.৪২%। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) PoK ভারতের অংশ হবে, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী
মরক্কো সফরে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, খুব শীঘ্রই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে। তিনি বলেছেন, আলাদা আক্রমণের কোনও প্রয়োজন নেই। কারণ সেখানকার মানুষই ভারতের সঙ্গে এবার যুক্ত হতে চাইছে। রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ইতিমধ্যেই ভারত দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। পাকিস্তানের অধীনে থাকা বাসিন্দারা ভারতের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রী ও সংসদীয় রেজোলিউশনও ভারতের অবস্থানকে নিশ্চিত করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) যৌতুক না দেওয়ায় তরুণীর ঘরে সাপ ঢুকিয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন
কানপুরে যৌতুক না দেওয়ার অভিযোগে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। পুত্রবধূ রেসমাকে ধরেই আটকে শ্বশুরবাড়ির লোকজন একটি বিষাক্ত সাপ ঘরে ছেড়ে দিয়েছে। রাতের অন্ধকারে সাপের কামড়ে রেসমা গুরুতর আহত হয়েছেন। তিনি ফোনে তাঁর বোন রেজওয়ানাকে খবর দেন এবং সে তাকে হাসপাতালে ভর্তি করায়। রেসমার বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি যৌতুকের দাবি করে আসছিল। প্রথমবার দেড় লক্ষ টাকা দেওয়া হয়। পরে আরও ৫ লক্ষ টাকা দাবি করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে স্বামীর শশুর-শাশুড়ি আর অন্যান্য ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ব্যাঙ্গালুরু-বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হাইজ্যাকের চেষ্টা
নবরাত্রির প্রথম দিনেই ব্যাঙ্গালুরু থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়ার IX-1086 ফ্লাইটে হাইজ্যাকের চেষ্টা করা হয়েছে। মাঝ আকাশে এক যাত্রী জোর করে ককপিটে ঢোকার চেষ্টা করে। বিমান কর্মীরা এবং কিছু সাহসী যাত্রী দ্রুত তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে। পাইলটকে সতর্ক করার পর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়। ফ্লাইটটি বারাণসী এয়ারপোর্টে অবতরণ করার পর ওই ব্যক্তিকে সিআইএসএফ আটক করে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্লাইটে। বিমানটিতে ১৬৩ জন যাত্রী ছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) নেশার ঘোরে স্বামীকে ছুরি দিয়ে খুন করল স্ত্রী
ঝাড়খণ্ডের মিহিজাম থানার কুর্মিপাড়া এলাকায় নেশার ঘোরে এক গৃহবধু তার স্বামীকেই ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। মৃতার নাম মহাবীর যাদব, বয়স ৩৫। অভিযুক্ত স্ত্রী কাজল। তাদের সাত বছরের একটি কন্যা সন্তানে রয়েছে। ঘটনার সময় পরিবারের মধ্যে নাকি মদ্যপান চলছিল। ঝগড়ার এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে হঠাৎ করে কাজল ছুরি দিয়ে হামলা করে। আর সেই হামলায় মহাবীরের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত জামা এবং ছুরি উদ্ধার করেছে। অতীতেও নেশা এবং পারিবারিক ঝামেলার কারণে ওই এলাকায় উত্তেজনা ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের হাইটবার
মহালয়ার পরদিন ভোরবেলা তারাতলা উড়ালপুলে এক পণ্যবাহী গাড়ি হাইটবারে ধাক্কা খাওয়াতে লোহার কাঠামোর একটা অংশ ভেঙে যায়। গাড়ির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হলেও সেরকম কেউ আহত হয়নি। ভাঙ্গা হাইটবারের কারণে ডায়মন্ড হারবার রোডে যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার মূল কারণ পর্যাপ্ত আলো আর হাইটবারের সঠিক নির্দেশনার অভাব। মেরামতের জন্য ক্রেনও ডাকা হয়েছিল। তবে যান চলাচল দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যহত থাকে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশের উপেক্ষার অভিযোগ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দমদম থেকে শিশু অপহরণ, গ্রেপ্তার অধ্যাপিকা সহ ৩
বিশ্বকর্মা পূজার দিন দমদম স্টেশনের ফুটপাতে খেলা করা একটি পাঁচ বছরের নাবালিকা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্তে করে শিশুটিকে কসবা এলাকার একটি ফ্লাট থেকে উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে ৫২ বছরের এক অধ্যাপিকা অরুণিমা চন্দকে। তাঁর সঙ্গে তাঁর কন্যা অনুষ্কা চন্দ চৌধুরী এবং আত্মীয় অনুপমা চন্দও ছিল। অভিযুক্ত দাবি করছে, তারা শিশুটির ভবিষ্যতের কথা ভেবেই নিজের কাছে আনতে চাইছিল। কোনওরকম ক্ষতি বা অত্যাচার করার চেষ্টা হয়নি। তবে শিশুর পরিবার ও পুলিশ এটিকে অপরাধ হিসেবে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পাকিস্তানেই পাক সেনার বিমান হামলায় মৃত্যু ৩০ জনের
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ ভ্যালির মাতরে দারা গ্রামে গভীর রাত্রিবেলা পাকিস্তান বিমান বাহিনীর হামলায় ৩০ জন নিহত হয়েছে, যার মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছে। প্রায় ৮টি LS-6 বোমা ব্যবহার করে ওই গ্রামটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। পাকিস্তান সরকার এখনও পর্যন্ত কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে স্থানীয়রা ও মানবাধিকার কমিশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সরকার দাবী করছে, সন্ত্রাস দমনে এই অভিযান চালানো হয়েছে। কিন্তু নিরীহ গ্রামবাসীর মৃত্যুর কারণে সমালোচনা চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বাংলাতেও এবার মস্তিষ্কখেকো অ্যামিবার আক্রমণ
হুগলির শ্রীরামপুরে মস্তিষ্কখেকো অ্যামিবার আক্রমণে ৫৬ বছর বয়সী এক কল মিস্ত্রি প্রবীর কর্মকার আক্রমিত হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন। বার বার অজ্ঞান হয়ে পড়া, হাঁটাচলার অসুবিধাও দেখা যায়। কলকাতা মেডিকেল কলেজে পরীক্ষা নিরীক্ষার পর তার মস্তিষ্কে ধরা পড়ে ওই অ্যামিবা। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবার ও চিকিৎসকরা মনে করছে, নোংরা জলের ট্যাংক থেকেই অ্যামিবা সংক্রমিত হয়েছে। কেরলে এই রোগে ১৯ জন মারাও গিয়েছে। আর বাংলায় কত দুই বছরে ২৫ জন আক্রান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ইকো পার্কের সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের
মহালয়ার দিন রাত্রিবেলা ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা খেয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মৃত পুলিশের নাম জ্যোতিষ দেবনাথ। এমনকি আরও দুইজন আহত, তাঁদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। রাত দশটার দিকে পেট্রোলিং করছিলেন তাঁরা, আচমকাই তাঁদের এসে ধাক্কা মারে। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। আরেকজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘাতক গাড়ির সন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনাটি ইকো পার্কের ২ নম্বর গেটের সার্ভিস রোডে ঘটেছে, যা সাধারণত যানবাহন চলাচলের জন্য নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন