Top 10: ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ, শাবলের কোপে খুন! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ, শাবলের কোপে খুন, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। মূলত নো কষ্ট মডেলে খাল ও নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর দু’নম্বর ব্লকের শোলাটোপা খাল ও দাসপুর ১ নম্বর ও ঘাটালের শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু করে দিয়েছে সেচ দপ্তর। কালীপুজোর আগেই ঘাটাল টাউন হলে এই প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেছিলেন দেব এবং সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া। আর বৈঠকের শেষে জানানো হয়, পুজোর পর শুরু হবে ঘাটালের নদী ও খাল সংস্কারের কাজ। সে মতোই শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সোনারপুরে শুল্ক আধিকারিকের বাড়িতে ঢুকে মারধর

গাড়িতে ধাক্কা দেওয়া নিয়ে ঝামেলা বেঁধেছিল কেন্দ্রীয় অফিসারের সঙ্গে অটো চালকের। আর তাতেই রাজপুর সোনারপুর আবাসনে মারধর। হ্যাঁ, স্ত্রী ও বাচ্চাকেও করা হয় মারধর। এমনকি আধিকারিকের বাড়ির ভিতরে ঢুকে মারধর করে কয়েকজন দুষ্কৃতি। জানা যায়, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় শুল্ক দপ্তরে কর্মরত ওই আধিকারিক প্রদীপ কুমারের আবাসনে রাখা গাড়িতে ধাক্কা মারে এক অটোচালক। আর তা নিয়েই অটোচালকের সঙ্গে ঝামেলা বাঁধে আধিকারিকের। তবে ঝামেলা শেষে ওই আধিকারিক ঘরে চলে আসাতেই অটো চালক দলবল নিয়ে এসে চড়াও হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) যশোর রোডে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন বনগাঁ থানার এএসআই

যশোর রোডে পিষে দিয়ে গেল গাড়ি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল বনগাঁ থানার আইএসআই বিশ্বজিৎ চক্রবর্তীর। জানা যাচ্ছে, আজ ভোরবেলা তিনি স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর চাঁদপাড়ায় পৈত্রিক বাড়ি, কিন্তু কর্মসূত্রে সপরিবারে বনগাঁতেই থাকেন। তবে বাড়ি ফেরার পথেই অপরদিক থেকে আসা এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারে। আর এতেই তিনি রাস্তায় ছিটকে পড়েন। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। এরপর তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। তাঁর মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) উত্তরপ্রদেশে দোতলা বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

উত্তরপ্রদেশে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ধ্রপ্রদেশের পর আজ দিল্লি থেকে ৭০ জন যাত্রী নিয়ে গোন্ডার দিকে যাচ্ছিল এক দোতলা যাত্রীবাহী বাস। তবে ভোর পৌনে পাঁচটা নাগাদ কাকোলি থানা এলাকায় খেওরী টোল প্লাজায় আচমকাই অগ্নিকাণ্ড ঘটে। তবে সবথেকে বড় ব্যাপার, এতে কোনও যাত্রী আহত হয়নি। কারণ জানা যায়, চালক আগে থেকেই বাসটিকে নিরাপদে পথের ধারে দাঁড় করান এবং যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়ে। তবে অন্ধপ্রদেশের ঘটনায় ২৫ জন যাত্রী বাসের মধ্যে আটকা পড়ে জলন্ত দগ্ধ হয়ে মারা যান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) আলিপুরদুয়ারে পাল্টে গেল মৃতদেহ

শনিবার সকালে কামাখ্যাগুড়ি আউট পোস্টের পুলিশ এক মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য আলিপুর জেলা হাসপাতালে পাঠিয়েছিল। তবে ময়নতদন্তের পর তার পরিবারের লোকজন যখন মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য দেখে, তখন হইচই পড়ে যায়। দেখা যায়, প্লাস্টিকে মোড়া মৃতদেহ অন্য এক ব্যক্তির। এমনকি পরিবার দাবি করছে, এই দেহ কোনওভাবেই রবীন্দ্র দাসের নয়। এ নিয়ে শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, রবীন্দ্র দাসের দেহ চলে গিয়েছিল ফালাকাটার এক মৃতের বাড়ির পরিবারের কাছে। আর অন্যদিকে তাদের পরিবারের মৃতদেহ রবীন্দ্র দাসের বাড়িতে পাঠানো হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) শব্দবাজি ফাটানোতে প্রতিবাদ করায় টালিগঞ্জে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি

ফের শব্দবাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করতে চরম সমস্যায় পড়ল টালিগঞ্জের এক পরিবার। হ্যাঁ, কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বাজি ফাটানোকে কেন্দ্র করে প্রতিবাদ করাতে বেধড়ক মারধর করা হয়েছিল এক দম্পতিকে। এদিন টালিগঞ্জ রোডে কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রায় বেরোনো চার বছরের ভাগ্নেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল তার মামা। তবে সে সময় কয়েকজন যুবক জোরে জোরে বাজি ফাটাচ্ছিল। আর তাতে ভয় পায় শিশুটি। তবে প্রতিবাদ করাতেই শুরু হয় বচসা। এমনকি তাদেরকে মারধর করে বলে অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বীরভূমে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর এবার বীরভূমের নলহাটি এলাকার বানিওর গ্রাম পঞ্চায়েতের খয়েরপুনি গ্রামে গত শুক্রবার বিকেলে ১২ বছরের এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, গ্রামের এক জলাধার থেকে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিল সে। আর সে সময় তার পাশে কেউ ছিল না। সেই সুযোগেই তার এক প্রতিবেশী যুবক মসিবুল শেখ পিছন থেকে জাপটে ধরে নাবালিকাকে টানতে টানতে ঝোপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে নাবালিকা অভিযুক্তের হাতে কামড় দেয় এবং এলাকা ছেড়ে প্রাণপণে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ১১০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। জানা যাচ্ছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ২৮ অক্টোবর এবং সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মূলত ২৮ অক্টোবর সন্ধ্যাবেলার দিকে মাছিলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে কাকিনাড়ার আশেপাশে অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছবে। আর তখনই তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এমনকি এর গতিবেগ ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা দাঁড়াবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এ বিষয়ে পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) গ্রেফতার ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির টিএমসি নেতার ছেলে

৩৫০ কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি করেছিল টিএমসি নেতার ছেলে। অবশেষে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমদের সেই ছেলে তাহসিন আহমেদ গ্রেফতার হল। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, তাহসিন ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করছিল। আর সে সময় ফাঁদ পেতে তাকে ধরা হয়। এরপর ১৯ নম্বর জাতীয় সড়কের উপর চন্দ্রচূড় মোড়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। এমনকি তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫০ গ্রাম সোনা, যার বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকার বেশি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ফিরহাদ হাকিমের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় গলায় শাবলের কোপ দিয়ে খুন

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এবার প্রকাশ্যে খুনের ঘটনা। জানা যাচ্ছে, চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে অশোক পাসওয়ান নামের এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। ঝামেলার কারণে নাকি গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ এক আইনজীবীর চেম্বারের সামনে ফুটপাতে তারা মদের আসর বসিয়েছিল। আর সেই মদের আসরে বন্ধুদের সঙ্গে ওই অশোক পাসওয়ান ছিল। তবে সে সময় এক ব্যক্তির সঙ্গে তার ঝামেলা বাঁধে এবং তুমুল গালাগালি ও মারধর শুরু হয়। আর সে অবস্থাতেই ওই ব্যক্তি অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join