Top 10: ঘূর্ণিঝড় মন্থার দাপট, জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর, বাস দুর্ঘটনায় মৃত্যু! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ঘূর্ণিঝড় মন্থার দাপট, জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর, বাস দুর্ঘটনায় মৃত্যু, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাফাল পাইলট শিবাঙ্গীর সাথে ছবি তুললেন রাষ্ট্রপতি

গত মে মাসে পাকিস্তান খবর রটিয়েছিল যে, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় রাফালের পাইলট শিবাঙ্গীকে তারা বন্দি করেছে। তবে বুধবার হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকেই রাষ্ট্রপতি শিবাঙ্গী সঙ্গে ছবি তুললেন। এরপর সেখান থেকে রাফালে করে সওয়ার করেন তিনি। এমনকি সামরিক পোশাকের যুদ্ধে তিনি বিমানে উঠে পড়েন। ১১ঃ২৭ মিনিট নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে ওই রাফেল উড়ে যায়। প্রসঙ্গত, পাকিস্তানি এও দাবি করেছিল যে, তারা অপারেশন সিঁদুরে ভারতের তিনটি রাফালকে গুঁড়িয়ে দিয়েছিল। তবে সেসব ভুব প্রমাণিত হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৯) মন্দিরে ঢুকে মুসলিম স্লোগান বাংলাদেশী রোহিঙ্গার

মন্দিরে ঢুকে মুসলিম ধর্মের স্লোগান দিচ্ছিল এক বাংলাদেশী যুবক। ‘আল্লাহ হু আকবর’ বলে স্লোগান এবং দেব মূর্তির দিকেই জুতা ছুঁড়েছিল বাংলাদেশী ওই অভিযুক্ত কবীর মন্ডল। অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হল সে। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে ভেনুগোপাল মন্দিরে ঢুকে সে এইসব কাজবাজ করে। তার এই আচরণ দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে বাইরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ আসামাত্রই ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়। তবে যারা তাকে মারধর করেছে, তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৮) বাংলাদেশে ট্র্যাক ও ট্রেনের সংঘর্ষে মৃত্যু একজনের

চাল বোঝাই করা ট্র্যাক গিয়ে ধাক্কা মারল ট্রেনের ইঞ্জিনে। উল্টে প্রাণ গেল একজনের। জানা যাচ্ছে, বাংলাদেশের চট্টগ্রামের সাগরিকা লেভেল ক্রসিং এলাকায় চাল বোঝাই ওই ট্র্যাকের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। আর এতে একজন নাইটগার্ড নিহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিহত ব্যক্তির নাম শামসুল হক, যার বয়স ৬০। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। আর সেখানকার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। রেলের একজন কর্মকর্তা বলছেন, ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সাগরিকা এলাকায় পৌঁছনমাত্রই একটি ট্র্যাক সিগন্যাল উপেক্ষা করে দ্রুত গতিতে লোকোমোটিভকে ধাক্কা দেয়। আর এর ফলেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৭) ওরা যেন চাকরি না পায়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের

বহু ঝামেলা ঝঞ্জেটের পর অবশেষে গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা শেষ হয়েছে। তবে ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। তবে এবার শিক্ষা কর্মীদের পরীক্ষা নেওয়ার কথা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। আর সেক্ষেত্রে মোট ৮৪৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ২৯৮৯টি গ্রুপ সি এবং ৫৪৪৮টি গ্রুপ ডি পদে রয়েছে, যেখানে ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে এবার এ নিয়েই দেশের সর্বোচ্চ আদালত সাফ বার্তা দিল। হ্যাঁ, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, কোনও অযোগ্য প্রার্থী যেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ না পায় এবং এই মুহূর্তে এসএসসি সংক্রান্ত মামলাগুলি আদালত শুনছে। তাই তারা চান না, কোনও ফাঁক ফোঁকরে অযোগ্য প্রার্থী চাকরি পাক। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৬) এবার গান শুনিয়ে ময়লা নেবে পৌরসভার লোক

এতদিন যাবৎ বাঁশির শব্দ শুনে নাগরিকদের চোখে মুখে বিরক্তি ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, বাঁশির আওয়াজ করেই পৌরসভা থেকে কর্মীরা এসে বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করত। তবে এবার জানা যাচ্ছে, ব্যাটারি চালিত ছোট গাড়িগুলিতে সাউন্ড বক্স বসানো হবে। আর সেই বক্সেই গান চলবে। সঙ্গে শহর পরিষ্কার রাখার বার্তা দেওয়া হবে। তবে এখনই সমস্ত গাড়িতে তা লাগানো হবে না। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগানো হচ্ছে বলে জানা গেছে। মূলত দীঘা সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে মিউজিক থেরাপির মতো উদ্যোগ নেওয়ার ভাবনা থেকেই কলকাতায় এই পরিকল্পনা। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৫) কলকাতায় ইডির হানা, উদ্ধার কোটি কোটি টাকা

ফের কলকাতায় ইডির হানা। উদ্ধার হল টাকার পাহাড়। জানা যাচ্ছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকটি নতুন নাম এই মামলায় উঠে এসেছে। আর সেই সূত্রে আরও তদন্ত করছে। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত তারাতলার ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা পাওয়া গেছে। তবে এই টাকার পরিমান আরও বাড়তে পারে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। এমনকি দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৪) অন্ধ্রপ্রদেশে দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা

দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। লন্ডভন্ড হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। জানা যাচ্ছে, ল্যান্ডফলের আগেই একাধিক উপকূলে দমকা ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল। আর বিকেল থেকে সন্ধ্যার মাঝেই ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে শুরু হয়। প্রবল ঝড় ও বৃষ্টিতে তছনছ হয়ে যায় গোটা রাজ্য। পার্শ্ববর্তী উড়িষ্যার ১৫টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। জানা যাচ্ছে, ভোরবেলা অন্ধ্রপ্রদেশের মাছলি পত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি এলাকাতেই এই শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৩) জলেশ্বর থেকে কলকাতাগামী বাস দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

জলেশ্বর থেকে কলকাতাগামী বাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ড্রাইভার ও খালাসির। জানা যাচ্ছে, উড়িষ্যা থেকে কলকাতাগামী ওই বাসটিতে ৭০ জন যাত্রী ছিল। বাসটি কলকাতার বাবুঘাটের দিকে এগোচ্ছিল। তবে বালাসোরের ১৬ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মণনাথ টোল গেটের কাছে পৌঁছল মাত্রই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্র্যাকের সঙ্গে তা সজোরে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে ওই দু’জনের মৃত্যু হয় এবং ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং দু’জনের অবস্থা খুবই খারাপ। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

২) এবার রাস্তায় বসবে কিউআর কোড

এবার কে রাস্তা বানিয়েছে, কত টাকা খরচ হয়েছে, সবকিছু জানা যাবে। হ্যাঁ, এর জন্য রাস্তাতেই বসছে আধুনিক কিউআর কোড। এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। গত ২৮ অক্টোবর নয়া দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, সরকার মহাসড়কগুলোতে এবার কিউআর কোড সহ তথ্য বোর্ড স্থাপন করবে। কোডটিকে স্ক্যান করলেই ভ্রমণকারীরা সেই ঠিকাদারের নাম, মোবাইল নম্বর, জরুরী হেল্পলাইন নম্বর পেয়ে যাবে। এর ফলে হাইওয়ে প্রকল্পের জন্য কে দায়ী, তা সবকিছুই বিস্তারিত জানা যাবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

১) সপ্তমীর রাতে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর

জগদ্ধাত্রী পূজার সপ্তমীর রাতে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। কালী মূর্তি প্রতিমা ভাঙচুরের বিতর্কের মাঝে এবার মন্দিরবাজারের মল্লিকপুর গ্রামের বটতলার একাধিক মা জগদ্ধাত্রী প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা। এ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে প্রশাসনের দিকে আঙুল তুলে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে তৈরি হওয়া একাধিক মা জগধাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথাগুলি কেটে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুদের পূজা, তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। এমনটাই চলে আসছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join