সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। যুবকের গলাকাটা রক্তাক্ত দেহ, স্করপিওর ধাক্কায় মৃত্যু, বাংলায় বন্যা পরিস্থিতি, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সামনে আসলো জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট
সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত হয়েছেন অসমের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। অবশেষে ভারতের হাতে আসলো তার ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্টে জানা গেছে, সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়েই হঠাৎ করে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, বরং স্কুবা ডাইভিং করার সময় নয়। কিন্তু এসপিএফ জানিয়েছে যে, জুবিনের মৃত্যুর পুলিশী তদন্ত এখনও পর্যন্ত চলছে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সেই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত কোনই ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে বারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আধার আপডেট করতে গেলে দিতে হবে ৭০০ টাকা
বেড়ে গেল আধার আপডেটের ফি। ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৮ পর্যন্ত এই অতিরিক্ত টাকা গুনতে হবে। জানা যাচ্ছে, আগে যে সমস্ত পরিষেবার দাম ৫০ টাকা ছিল, এবার সেগুলি ৭৫ টাকা। যার দাম ১০০ টাকা ছিল, সেগুলি ১২৫ টাকা। এছাড়া ৭৫ টাকার পরিষেবার দাম এবার ৯০ টাকা হবে। এমনকি ১২৫ টাকার পরিষেবার দাম হচ্ছে ১৫০ টাকা। শুধু তাই নয়, ৫ থেকে ৭ বছর বয়সী এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের জন্য এবার আধার আপডেট বিনামূল্যে। আর অন্যান্য সকলের বায়োমেট্রিক আপডেট করার জন্য ১২৫ টাকা দিতে হবে। তবে ঘরে বসে আধার পরিষেবার জন্য ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) মুম্বাই হামলায় বীরত্ব দেখানো বাজরঙ্গ সিং গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার
মুম্বাই হামলার সেই রক্তাক্ত ঘটনা এখনও সকলের মনে গাঁথা। তবে সেই হামলায় এনএসজি কমান্ডো বাজরঙ্গ সিং সাহসিকতার পরিচয় দিয়েছিল। কিন্তু মাদক চোরাচালানের অভিযোগে রাজস্থানের অ্যান্টি টাররিজম স্কোয়াড আজ তাকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, তিনি তেলেঙ্গানা এবং উড়িষ্যা থেকে মাদকদ্রব্য চুরি করে রাজস্থানে সরবরাহ করতেন। এমনকি ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শুধু তাই নয়, এর আগেও ১০০ কেজি গাঁজা চোরাচালানের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে সেই মামলায় তাকে জামিন দিয়ে মুক্তি করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কল্যাণী ও চন্দননগরে ভয়াবহ ঝড়ে তছনছ সবকিছু
সাতসকালে কল্যাণী ও চন্দননগরে ঘটে গেল ভয়াবহ ঝড়। হঠাৎ করে দমকা হাওয়ায় তছনছ হয়ে গেল সব। জানা যাচ্ছে, কল্যাণী মহাকুমার হরিণঘাটার বিরোহী আর হুগলির চন্দননগরে এই ঘটনা ঘটেছে। মিনিটের মধ্যেই বাড়িঘর থেকে শুরু করে গাছপালা, ফসল সব ধুলিস্যাৎ হয়ে যায়। হ্যাঁ, এতে প্রায় ১০ থেকে ১২টি বাড়ি ভেঙে পড়েছে। এমনকি টিনের চাল উড়ে গিয়েছে, আর কলা চাষেও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর পাঁচটা নাগাদ এই আকস্মিক ঝড় হয় এবং মোটামুটি ৫০ সেকেন্ড পর্যন্ত এই ঝড় চলে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার একইভাবে সন্দেশখালিতে এরকম বিধ্বংসী ঝড় হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কল্যাণী এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি
ফের কল্যাণী এক্সপ্রেসওয়েতে বড়সড় দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল এক গাড়ি। অল্পের জন্য গাড়িতে থাকা স্বামী ও স্ত্রী প্রাণে বেঁচে গিয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দশমীর দিন পলতা পাড়ার পাশেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টি ভেজা রাস্তায় প্রাইভেট গাড়ি চলতে চলতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আর তাতেই গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে স্বামী এবং স্ত্রী দুজন ছিলেন। তবে কোনওরকমে তাদেরকে স্থানীয় লোকজন বের করে। ভাগ্যের জেরে তাদের কোনওরকম বড় ক্ষয়ক্ষতি হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বারুইপুরের রাস্তা থেকে উদ্ধার হল যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ
বারুইপুরের রাস্তা থেকে উদ্ধার করা হল এক যুবকের গলাকাটা রক্তাক্ত দেহ। জানা গেছে, ওই মৃতদেহের পাশে একটি ঠান্ডা পানীয় জলের বোতল ছিল। এছাড়া একটি মদের বোতলের ভাঙা অংশ আর প্লাস্টিকের গ্লাসে পড়ে ছিল। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকার একটি কাঠের সাঁকোর কাছেই। খবর প্রকাশ্যে আসা মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি এবং কীভাবে মৃত্যু হল, তাও জানা যাচ্ছে না। বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের হাইকোর্টে মামলা
প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের মামলা হাইকোর্টে। গত ৭ এবং ১৪ তারিখ দুই দফায় পরীক্ষা হয়েছে। তবু এখনও সংশয় কাটেনি। সেজন্যই ২০১৭ ও ২০২২ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা হাইকোর্টের দারস্থ হয়েছে। এদিকে গত বুধবার কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। আর সেখানে জানানো হয়, ২০১৭-২০২২ সালের টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা যেন আরেকটি সুযোগ পায়। তবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কমিটির কোনওরকম রিপোর্ট জমা পড়েনি। এই মামলা শুনানি হওয়ার কথা ছিল আজ অর্থাৎ ৩ অক্টোবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ডিভিসি জল ছাড়ায় ফের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা
ফের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা। প্রচন্ড বৃষ্টির তাণ্ডবে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮ টার মধ্যে মাইথন থেকে ৪২,৫০০ কিউসেক, পাঞ্চেত থেকে ২৭,৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এমনকি দুর্গাপুর ব্যারেজ থেকে ৫৯,০৭৫ কিউসেক আর পাশাপাশি দুটি সেচ খালের মাধ্যমে ১৫০০ কিউসেক এবং ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আর এতে পুজোর পর যে দক্ষিণবঙ্গে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, তা বলার অপেক্ষা রাখে বনা। আশঙ্কায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া জেলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল গরু বোঝাই লরি
সাত সকালে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেলে ভয়াবহ দুর্ঘটনা। গরু বোঝাই একটি লরি জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল। তবে সৌভাগ্যবশত লরির চালকের কোনওরকম বিপদ ঘটেনি। তাঁর হাতে-পায়ে সামান্য চোট লেগেছে। আর স্থানীয়দের সাহায্যে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরাখন্ড থেকে গরু বোঝায় লরিটি তিনি ডানদিকের লেন ধরে নিয়ে যাচ্ছিলেন। আর অন্যদিকে অর্থাৎ বাঁদিকে একটি ট্রেলার যাচ্ছিল। আর আচমকায় সেটি মুচিপাড়ার কাছে ডানদিকের লেনে চলে আসে। তাতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ধুপগুড়িতে স্করপিও পিষে দিল ৩ জনকে, আহত আরও ৭
দশমীর সন্ধ্যাবেলা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ধুপগুড়িতে। এক স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একাধিক শরণার্থীকে। আর এতে মৃত্যু হয় তিনজনের। ঘটনাটি ঘটে ধুপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে ওই স্করপিওটি আসছিল। গাড়িটি প্রথমে একটি মোটরসাইকেল এবং দুটি সাইকেলে ধাক্কা মারে। তারপর পরপর দুটি দোকানের ভিতরে ঢুকে পড়ে। এমনকি তখন ওই দোকানে চায়ের আড্ডা চলছিল। আর এতেই তিনজনের মৃত্যু হয় ও কমপক্ষে সাতজন আহত হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন