Top 10: অযোগ্যদের তালিকায় তৃণমূল নেতা, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, পঞ্চায়েত মন্ত্রীর গাড়ি দুর্ঘটনা! আজকের সেরা ১০ খবর

Published on:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৩১ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। অযোগ্যদের তালিকায় তৃণমূল নেতা, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, পঞ্চায়েত মন্ত্রীর গাড়ি দুর্ঘটনা, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) উত্তরাখণ্ডের মেঘ ফাটা বৃষ্টিতে ভেঙ্গে গেল ভারত-চীন সেতু

উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ফাটা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসলো। হ্যাঁ, ধৌলিগঙ্গা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছে জ্যোতির্মঠ-মালারী হাইওয়ের তামক এলাকার গুরুত্বপূর্ণ ভারত-চীন সেতু। আর এটি সীমান্ত গ্রামের একমাত্র সংযোগ পথ ছিল। ফলে যোগাযোগ ব্যবস্থা আপাতত বিচ্ছিন্ন। রাস্তার একাংশ ভেঙে গিয়েছে। এমনকি টানা বৃষ্টিতে চামোলি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী জেলায় ধ্বস এবং হড়পা বান দেখা গিয়েছে। পাশাপাশি বহু রাস্তা ও পশুপাখির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যু এবং ১১ জন নিখোঁজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ৪০ বছর পর লাহোরে ভয়াবহ বন্যা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি লাহোরে ৩৮ বছর পর প্রথমবার বন্যায় প্লাবিত হয়েছে প্রবল বর্ষণ ও ভারতের জল ছাড়ার ফলে সিন্ধু ও তার উপনদীগুলির জলস্তর পেড়িয়ে এই বিপর্যয়। ইতিমধ্যেই ১৭০০টির বেশি গ্রাম তলিয়ে গিয়েছে এবং আড়াই লক্ষের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তারপুর সাহেবের মতো ধর্মীয় স্থান বর্তমানে জলের নীচে। পাকিস্তান ভারতকে জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ফের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন

দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার AI-2913 ফ্লাইটটি রবিবার সকালে মাঝ আকাশে ওঠামাত্রই সৃষ্টি হয় আতঙ্ক। হ্যাঁ, ফ্লাইটটির ডানদিকের ইঞ্জিনে আগুনের সংকেত মিলেছিল। তবে সৌভাগ্যক্রমে সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। কারণ বিমানটিকে কয়েক মিনিটের মধ্যেই আবার দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। সেখানে বিমানটিকে পরীক্ষার করার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। এমনকি যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

৭) SSC-র অযোগ্য তালিকায় নাম তৃণমূল নেতাদের

এসএসসি’র প্রকাশিত অযোগ্য তালিকায় উঠে এসেছে ১৮০৪ জনের নাম, যার মধ্যে বহু তৃণমূল নেতা, নেতৃত্ব ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের নামও রয়েছে। তালিকায় রয়েছে তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, খানাকুলের নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদক, জেলা পরিষদ সদস্য বিভাস মালিক ও তাঁর স্ত্রী সন্তোষি মালিক, প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণ, হিঙ্গলগঞ্জ তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল এবং অঞ্চল সভাপতি অজয় মাঝির নাম। পাশাপাশি কুহেলি ঘোষের নামও রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হিন্দুদের কটাক্ষ করল মহুয়া মিত্র

তৃণমূল সাংসদ মহুয়া মিত্রর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করছেন যে, এসসি ও নমশূদ্র মহিলারা সরকারি ভাতা পেলেও বিজেপিতে ভোট দিচ্ছে। তিনি বলেছেন, “কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, আর কাঠের মালা পড়ে ভাতা নিয়ে চলে আসছেন।” এই মন্তব্যকে হিন্দু সমাজকে কটাক্ষ করা হয়েছে বলেই অভিযোগ। বিরোধীরা দাবি করছে, সরকারি প্রকল্পকে নিজেদের দলের সম্পদ দাবি করছে। এমনকি নিজেদের দলের জন্য ভোট চাইছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাড়ানো হচ্ছে বন্দে ভারতের কোচ সংখ্যা

রেলের সুবিধার্থে সাতটি বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ৮ বা ১৬ কোচ নিয়ে চলা এই ট্রেনগুলি এখন ২০ কোচ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে আরো আসন মজুদ থাকবে। এমনকি টিকিট বুকিং আরও সহজ হবে। মূলত ম্যাঙ্গালুরু-তিরুবনন্তপুরম, সেকেন্দ্রাবাদ-তিরুপতি, চেন্নাই-তিরুনেলভেলি, মাদুরাই-বেঙ্গালুরু, দেওঘর-বারাণসী, হাওড়া-রাউরকেল্লা এবং ইন্দোর-নাগপুর রুটের বন্দে ভারত ট্রেনগুলোতেই এই পরিবর্তন আনা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দিনদুপুরে দাউদাউ করে গাড়ি জ্বলল দুর্গাপুরে

দুর্গাপুরের কাদারোড সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে আজ দুপুরবেলা একটি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দুর্গাপুর থেকে আসানসোলগামী ওই গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। তখনই হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে দাউদাউ করে জ্বলে ওঠে। গোটা গাড়িটি আগুনে ভস্মিভূত হয়ে যায় এবং ধোঁয়ায় জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাফিক গার্ডের তৎপরতায় পরে যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) অযোগ্য প্রার্থীদের তালিকা তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষ

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশিত ১৮০৪ অযোগ্য প্রার্থীর তালিকায় রাজপুর-সোনারপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষের নাম উঠে আসলো। রিপোর্টে দেখা যাচ্ছে তালিকায় ৬৪৭ নম্বরে তাঁর নাম রয়েছে। যদিও তিনি দাবি করছেন, তিনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং বিষয়টি নিয়ে সোমবার হাইকোর্টে মামলাও করেছেন। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজয় মাঝি এবং খানাকুল পঞ্চায়েত সহ-সভাপতি নাইমুল হকের স্ত্রী নমিতা আদকের নাম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ডোমজুড়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি দুর্ঘটনা

হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর থেকে ফেরার পথে দুপুর দেড়টা নাগাদ মুম্বাই রোডে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। তারপর মন্ত্রীর গাড়িতে সজরে ধাক্কা মারে। এতে গাড়ির পিছন দুমড়ে মুছড়ে গিয়েছে। তবে মন্ত্রী আপাতত সুস্থ রয়েছেন। কোনো আঘাত পাননি। জানা যাচ্ছে, বাইকটি ট্রাকের তলায় চলে গিয়েছে। তবে মন্ত্রীর ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণে আনায় সেরকম কোনো বিপদ হয়নি। নিরাপত্তা রক্ষীরা মাতাল অবস্থায় থাকা চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মমতার সরকার মহাদাগি, দাবি শুভেন্দুর

এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৮০৬ জনের নাম থাকা এই তালিকায় বহু তৃণমূল নেতা-নেতৃত্বের নাম থাকার কারণে তাঁর এই ক্ষোভ। তিনি দাবি করছেন যে, চাকরি পেতে অনেকে রাজনৈতিক সুপারিশ, টাকা বা সম্পত্তি ও বিক্রি করেছে। এমনকি প্রার্থীরা দাগি হলে মমতার সরকার মহাদাগি, এমনও দাবি করেছেন তিনি। অন্যদিকে তালিকাভুক্ত অনেক প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছে ন্যায় বিচার পাওয়ার জন্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥