সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। উত্তরবঙ্গে চরম বিপর্যয়, ঘূর্ণিঝড় শক্তির আপডেট, পুজোর কার্নিভালে বাংলাদেশী, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মিরিকে ভূমিধসে মৃত্যু ১৩ জনের
মিরিকে বিরাট ভূমিধসের ভেঙে গেল দুধিয়া সেতু। লাগাতার বৃষ্টিতে মৃত ১৩ জন। জানা যাচ্ছে, ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে গেছে ভূমিধসের কারণে। এমনকি দার্জিলিং থেকে শিলিগুড়িগামী রাস্তা বন্ধ রাখা হয়েছে। আর ধসে চাঁপা পড়েই চারজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর আগেই প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল উত্তরবঙ্গের জন্য। আর তা বাস্তবে রূপ নিল। ভারী বৃষ্টি এবং দুর্যোগের জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের যোগাযোগের একাধিক রাস্তা বন্ধ। এমনকি আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টির পূর্বাভায় জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দুর্গাপুজোর কার্নিভালে বাংলাদেশি অভিনেত্রী, কটাক্ষ বিজেপির
দুর্গাপূজার কার্নিভালে বাংলাদেশে অভিনেত্রী জয়া আহসান। এমনকি দুর্গাপুরের সেই কার্নিভালে উপস্থিত থেকে তিনি রবীন্দ্র সংগীত গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এখানেই বিজেপি বিতর্ক বাধায়। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যাবেলা দুর্গাপুরে চতুর্থ বর্ষের কার্নিভাল মঞ্চে বহু শিল্পী নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন আর সেখানেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। তবে বাংলাদেশী নাগরিককে কোনওভাবেই সরকারি পুজো কার্নিভালে আনা উচিত নয়, এমনটাই দাবি করতে থাকে বিজেপিরা। এমনকি তারা প্ল্যাকার্ড হাতে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ নামে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শিশু নিখোঁজের তালিকায় প্রথমে পশ্চিমবঙ্গ
শিশু নিখোঁজের তালিকায় এবার পশ্চিমবঙ্গ প্রথমে উঠে আসলো। গতকাল দেশের সবথেকে নিরাপদ শহরগুলির তালিকা প্রকাশ্যে এসেছিল। আর সেখানে কলকাতা চমক দেখিয়েছিল। তবে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকেই ২০২৩ সালে ১৪৬৬টি শিশু নিখোঁজ হয়ে গিয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখান থেকে ১২,০৯১টি শিশু নিখোঁজ হয়ে গিয়েছে। তবে উদ্ধারের দৌড়ে সেরা কেরল। কারণ সেখান থেকে ৯৫.৯ শতাংশ শিশুকেই উদ্ধার করা যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মহানন্দার হড়পা বানে বিরাট ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে বহু বাড়ি
মহানন্দায় হড়পা বানে বিরাট ক্ষতি। ২০০টির বেশি বাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পুজোর পর ভারী বৃষ্টিতে বিপর্যয়ে পড়েছে উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তাঘাট জলের নীচে। গতকাল রাত থেকেই মহানন্দার বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে। আর জলের স্রোত এতটাই বেশি, যে ঘরবাড়ি ভেসে যায়। এমনকি বহু ঘরের আসবাবপত্র ভেসে গিয়েছে। বাঁধ ভেঙে ২০০ টিরও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝার গ্রামে আজ ভোরে মহানন্দার নদীতেই এই হড়পা বান দেখা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) পাকিস্তানের দুষ্কৃতীদের গুলিতে নিহত ISIS K-র কুখ্যাত কমান্ডার হাসান
পাকিস্তানে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিদের গুলিতে এবার ঝাঁঝরা ISIS K-র কুখ্যাত কমান্ডার হাসান। পাকিস্তানের করাচি শহরেই এই রক্ত ঝরলো। জানা যাচ্ছে, নিহত ওই সন্ত্রাসীকে হাসান বলে চিহ্নিত করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। পাকিস্তান ISIS K এর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আর সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে বিস্ফোরক হামলা চালানোরও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। অনেকে আশঙ্কা করছেন, হয়তো সেই খবর জানতে পেরেই আগেভাগে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ঘূর্ণিঝড় শক্তি নিয়ে নয়া আপডেট
ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট। দূর্গাপূজার আমেজ কাটতেই শনিবার থেকে আরব শহরের দাপটে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে শুরু করেছে। তবে মনে করা হচ্ছে, প্রথমদিকে এই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে। বিশেষ করে মুম্বাই শহরে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আজ রবিবার পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এই ঝড় এবং সন্ধ্যা নাগাদ উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্যে আরব সাগরে পৌঁছে যাবে বলে খবর। এরপর আগামীকাল সকাল থেকেই ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হবে। মূলত ৮ অক্টোবর পর্যন্ত মুম্বাইতে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) আগামী ১৫ নভেম্বর থেকে দ্বিগুণ টাকা দিতে হবে টোল ট্যাক্সে
আগামী ১৫ নভেম্বর থেকে FASTag এর জন্য নতুন নিয়ম চালু হচ্ছে। ক্যাশে পেমেন্ট করলে দিতে হবে দ্বিগুণ টাকা, আর ইউপিআই দিয়ে পেমেন্ট করলে দিতে হবে ১.২৫ গুণ বেশি টাকা। জানা যাচ্ছে, যাদের FASTag না থাকবে, তাদের জন্যই এই মোটা অংকের টাকা জরিমানা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। আসলে কেন্দ্র সরকার ডিজিটাল লেনদেনের প্রতি বেশি উৎসাহ দেওয়ার জন্যই এই নিয়ম চালু করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নিজের উদ্যোগে মধ্যবিত্তদের জন্য উপনগরী বানাচ্ছে রাজ্য সরকার
নিজের উদ্যোগে নাকি মধ্যবিত্তদের জন্য উপনগরী বানিয়ে তুলবে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, কিছুদিন আগে নিউটন এলাকায় সাধারণ মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট বাড়ি উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার নামকরণ করা হয়েছিল সুজন্ন ও নিজন্ন। তবে রিপোর্ট অনুযায়ী এবার জানা যাচ্ছে, নির্মাণ শিল্পক্ষেত্রে বেঙ্গল পিয়ারলেস, বেঙ্গল অম্বুজা, বেঙ্গল ডিসিএল, বেঙ্গল ইমামী সহ বেশ কিছু সংস্থার সঙ্গে রয়েছে রাজ্য। আর এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ২০০ থেকে ২৫০ কোটি টাকা কোষাগারে আসতে পারে। ১৯টি কোম্পানি এই নয়া নীতিতে সারা দিলে ৪০০০ কোটি টাকা পর্যন্ত সরকারের তহবিলে আসতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) লাদাখে ১৯,৪০০ ফুটের মোটর চালিত সড়ক নির্মাণ করল BRO
লাদাখে বিশ্বাস সর্বোচ্চ মোটর চালিত সড়ক নির্মাণ করে ফেলল BRO, যার উচ্চতা ১৯,৪০০ ফুট। একেবারে ইতিহাস সৃষ্টি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজেই ভাঙল তারা। জানা যাচ্ছে, বিশ্বের সবথেকে উঁচু মোটর চালিত সড়ক নির্মাণ করে ২০২১ সালের উমলিং লা-এর ১৯,০২৪ ফুটের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে এই সংস্থা। প্রজেক্ট হিমাঙ্কের চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার বিশাল শ্রীবাস্তবের নেতৃত্বেই বুধবার এই দল ঐতিহাসিক সাফল্য পেয়েছে। জানা যাচ্ছে, লিকারু থেকে মেঘলা পাস হয়ে সোজা ফুকচে গ্রাম পর্যন্ত এই রাস্তা সংযোগ করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অভাব অনটনে দিন কাটায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি অনুব্রতর
রাজনীতির মঞ্চে এবার বিরাট আলোড়ন। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দাপট যেন এবার কমতে বসেছে। ২০২২ সালে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর তার দিন যেন আর ভালো কাটছে না। জানা যাচ্ছে, চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, দিল্লীর সিবিআই বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তার এবং তার পরিবারের বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের লেনদেন চালু করার অনুরোধ করেছিলেন তিনি। এমনকি তার আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে, অনুব্রত এবং তার মেয়ে সুকন্যার ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিবিআই লেনদেন বন্ধ করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন