সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। রাজারহাটে বাস দুর্ঘটনা, ইডির অভিযান, এসআইআর আতঙ্কে আত্মহত্যা সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কলকাতায় বন্ধ থাকতে পারে দুটি সেতু
কলকাতাবাসীদের জন্য বিরাট খবর। কারণ, দ্বিতীয় হুগলি সেতুর পর এবার কলকাতার আরও দুটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র বোস রোড উড়ালপুল এবং গড়িয়াহাট ফ্লাইওভার নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই নাকি এই ফ্লাইওভার দুটিকে বন্ধ করে রাখা হবে। কারণ, দীর্ঘদিন হয়ে গেছে এই সেতুদুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। নিত্য প্রয়োজনীয় যানবাহনের চাপ বাড়ছে। সে কথা মাথায় রেখেই এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দুর্নীতি কান্ডে গ্রেফতার কলকাতা পুরসভার কর্মকর্তা
বেতনের থেকেও ১০ গুন সম্পত্তি। এবার গ্রেপ্তার হল ২০২৩ সালে কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পার্থ চোঙদারের বাড়িতে আজ অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। আর সেই তল্লাশি থেকে ২০১৭ এবং ২০২১ এর মধ্যে ইঞ্জিনিয়ারের নামে বেনামে প্রায় ৫ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পত্তির সন্ধান মিলেছিল। তবে উপযুক্ত কোনও তথ্য প্রমাণ না থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। দু’বছর ধরে তদন্ত চলার পর শেষে অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি অভিযোগ, ৪ বছরে বেতন বাবদ তিনি উপার্জন করেছেন ৫৬ লক্ষ টাকা। তবে তার সম্পত্তির পরিমাণ ৬ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) এসআইআর আতঙ্কে ফের খড়দহে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
এনআরসি আর এসআইআর নিয়ে আতঙ্ক যেন কোনও কিছুতেই থামছে না। এবার ফের খড়দহর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করল। বাড়ির পাশে ঝোপে বিষ খেয়ে প্রাণ দেওয়ার চেষ্টা করেছিল সে। জানা যাচ্ছে, বন্দিপুর পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকায় বিএলও আধিকারিক গিয়েছিল। সেখানকার বাসিন্দা আকবর আলীর বাড়িতেও যাওয়া হয়। কিন্তু ২০০২ সালের তালিকায় তার নাম ছিল না। সেই খবরে রীতিমতো তিনি এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। বিএলও আধিকারিকরা তাকে আশ্বস্ত করলেও তার ভয় কাটেনি। শেষে বাড়ির পাশের ঝোপে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পথ কুকুরদের নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের
পথ কুকুর দিয়ে নিয়ে এবার বিরাট রায়ের পথে হাঁটল সুপ্রিম কোর্ট। এবার সাফ জানিয়ে দেওয়া হল, রাস্তা বা মহাসড়কে যেন কোনও বেওয়ারিশ প্রাণী বা কুকুর না থাকে। তার জন্য রাজ্যের মুখ্য সচিবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, জানিয়ে দেওয়া হল যে, শিক্ষা প্রতিষ্ঠান বা বা রেলওয়ে স্টেশনের কাছাকাছি পথ কুকুরকে সম্পূর্ন সরাতে হবে। এমনকি তাদেরকে আশ্রয়স্থলের স্থানান্তর করতে হবে। আজ বিচারপতি বিক্রম নাথ, সন্দ্বীপ মেহতা এবং এনভি আঞ্জানিয়ারের বেঞ্চেই এই নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলিরকে নজর দিতে বলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ৮৪ টাকা সরকারি ভাতা ফিরিয়ে মনিপুরে বিরাট আন্দোলন মহিলাদের
মণিপুরে মহিলাদের বিরাট আন্দোলন। ৮৪ টাকার সরকারি ভাতা ফিরিয়ে দিল শত শত মহিলা। জানা যাচ্ছে, সরকার তাদের জনপ্রতি মাত্র ৮৪ টাকা করে ভরণপোষণ ভাতা দিয়েছিল। তারই বিরোধিতা করতে পথ নামে ৪৪৬ জন মহিলা। তারা দাবি করছে যে, এই পরিমাণ খুবই কম। এ দিয়ে কোনওভাবেই সংসার চালানো যায় না। মহকুমা অফিসে গিয়ে ঘেরাও করেন। উল্লেখ্য ২০২৩ সালের মে মাসে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পরে মনিপুরের ৬০ হাজার বেশি লোক বাস্তুচ্যুত হয়েছিল। তাদের বেশিরভাগ ত্রাণশিবির বা আশ্রয় কেন্দ্রে বসবাস করছে। তবে তাদের জন্য মাত্র দিনে ৮৪ টাকা করে ভাতা দিচ্ছিল সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বালি পাচার কাণ্ডে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী
বালি পাচার কাণ্ডে ৭৮ কোটি টাকার অভিযোগে গ্রেফতার হল কলকাতার এক ব্যবসায়ী। জানা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে বালি পাচার মামলায় রাজ্যে মোট চার জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। কলকাতা, ঝাড়গ্রাম, নদীয়া ও পশ্চিম মেদিনীপুরে তারা ছড়িয়ে পড়েছিল। আর এবার সেই মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করল। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার তারা জিজ্ঞাসাবাদের পর জিডি মাইনিং নামক সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরাফকে গ্রেপ্তার করেছে। জানা যাচ্ছে, জিডি মাইনিং এবং অন্যান্য গ্রুপ অফ কোম্পানির অফিস কন্ট্রোল করতেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) স্কুলের প্রার্থনায় ‘বাংলার মাটি বাংলার জল’ বাধ্যতামূলক
স্কুলের প্রার্থনা সভাতে ‘বাংলার মাটি বাংলার জল’ বাধ্যতামূলক করে দিল সরকার। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ বৃহস্পতিবার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে প্রথম থেকে দশম শ্রেণীর সকলের জন্য প্রার্থনা সভায় ‘বাংলার মাটি বাংলার জল’ বাধ্যতামূলক করেছে। উল্লেখ্য, ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদেই এই গানটি লিখেছিলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি অনুযায়ী প্রতিটি রাজ্যে পরিচালিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগেই এই গানটি জাতীয় সংগীতে গাওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) সাতসকালে কলকাতায় ইডির অভিযান
ফের কলকাতায় ইডির অভিযান। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই মানব পাচার হওয়ার একাধিক অভিযোগ উঠেছিল শহরের আনাচে-কানাচে। আর সেই মামলায় এবার কলকাতায় সক্রিয় ভূমিকা পালন করল তারা। আজ শুক্রবার সাতসকালে শহরের পাঁচ থেকে ছয়টি জায়গায় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারের বাড়িতে তারা হানা দিয়েছে। অভিযোগ উঠছে, হোটেল ব্যবসার আড়ালে মানব পাচারের ছক কষা হচ্ছিল। তার জন্য বেআইনিভাবে প্রচুর পরিমাণে টাকার লেনদেনে করা হচ্ছে। এমনকি তাদের একটি দল শিলিগুড়িতে মানব পাচার মামলার সূত্রে তল্লাশি অভিযান চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) কলকাতার বুকে এবার তৈরি হচ্ছে ধপা ২.০
কলকাতার বুকে তৈরি হচ্ছে ধাপা ২.০। তার জন্য জমিও পেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, কেএমসির মালিকানাধীন ৭৩ হেক্টর জমিতে চাষ করা কৃষকদের এবার ক্ষতিপূরণ হিসেবে ২৭.৫ কোটি টাকা বরাদ্দ করবে। বর্তমানে জমিটি চাষাবাদাধীন। তা খালি করতে হবে, যাতে আধুনিক কঠিন বর্জ্য কেন্দ্র নির্মাণ করা যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার চেক বিলি শুরু করেছে কলকাতা পৌরসভা। আর কাঠা প্রতি ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কৃষকদেরকে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভায় ভিড় জমিয়েছিলেন সাধারণ কৃষকরা। এছাড়া পূর্ব কলকাতায় ধাপা সংলগ্ন ৫৪১ বিঘা জমিতে তৈরি হচ্ছে নতুন প্রকল্প। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা
সাতসকালে রাজারহাটে হোটেলে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবোঝাই এক বেসরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে পড়ল খালে। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড়ের কাছে। জানা যাচ্ছে, এতে একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। সকাল সাড়ে সাতটা নাগাদ অফিসগামী ও স্কুলের যাত্রী বোঝাই ওই বাসটি বেহালা থেকে নিউটনের দিকে যাচ্ছিল। তবে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাধা এক রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়েছে। তবে অনুমান করা হচ্ছে, গাড়িটির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












