সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। আরজি করের ডাক্তারি ছাত্রীর মৃত্যু, অন্ধ্রপ্রদেশের নদিয়ার শ্রমিক খুন, নৌকাডুবিতে ৮৬ জনের প্রাণহানি, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন
১০) পাকিস্তানে জঙ্গি হামলায় মৃত ১২ জন জওয়ান
পাকিস্তানে ফের তালিবান হামলায় রক্তাক্ত হয়েছে ফকির সরাই এলাকা। শনিবার ভোরবেলা পাকসেনার কনভয়েতে গুলি চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিরা। আর ঘটনাস্থলে অন্তত ১২ জন সেনার মৃত্যু হয়েছে। হামলার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগেও খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, করাচিতে একাধিকবার হামলা হয়েছে। জুন মাসে উত্তর ওয়ারিজিস্তানে ১৬ জন সেনা নিহত হয়েছিল। আফগানিস্তানের এই গোষ্ঠীর হামলায় পাকিস্তান বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৯) ফের আরজি করের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু!
আরজি কর মেডিকেল কলেজের ছাত্রী অনিন্দিতা সরেনের রহস্যজনক মৃত্যু ঘিরে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতা শুক্রবার মালদহ মেডিকেল কলেজে হঠাৎ করেই মারা যায়। প্রথমে অতিরিক্ত ওষুধ খাওয়ানোর কারণে মৃত্যু বলা হলেও পরিবার দাবি করছে, তাঁর প্রেমিক বিষ খাইয়ে খুন করেছে। পুরুলিয়ার ওই যুবকের সঙ্গে অনিন্দিতা গোপনে পুরীতে গিয়ে বিয়ে সেরে নেন এবং অন্তঃসত্তা হন। তবে তাঁর প্রেমিক গর্ভপাতের চাপ দেওয়ায় সম্পর্কে ফাটল ধরে। চারদিন আগে মালদহ গিয়ে হোটেলে ছিলেন তাঁরা। তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৮) ১৫,০০০ ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সিভিল সার্ভিস টপার
উড়িষ্যার ২০১৯ ব্যাচের সিভিল সার্ভিস পরীক্ষার টপার অশ্বিনী কুমার পান্ডাকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সম্বলপুরের বামরায় তহসিলদার হিসেবে কর্মরত অবস্থায় তিনি কৃষি জমিকে গৃহস্থলীর জমিতে রূপান্তর করার জন্য এই ঘুষের দাবি করেন। প্রথমে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। তবে পরে তা কমিয়ে ১৫ হাজার টাকা নিয়েছিলেন। অভিযোগকারীদের সাহসী পদক্ষেপের জন্যই ভিজিল্যান্স ফাঁদে পাতে এবং ড্রাইভার সহ অশ্বিনীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৫ হাজার টাকা সহ অশ্বিনীর বাড়ি থেকে ৪.৭৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৭) মদ, গাঁজা থেকে বহিরাগতয় নিষেধাজ্ঞা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের রহস্য মৃত্যুর পর এবার নিরাপত্তা নিয়ে কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ ক্যাম্পাসে মদ, গাজা বা কোনও নেশা জাতীয় দ্রব্য আনাও নিষিদ্ধ করে দিয়েছে। পাশাপাশি সাধারণের জন্য প্রবেশে বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশে আইডি কার্ড বাধ্যতামূলক। দুই বা চার চাকা গাড়িতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকাও জরুরী। নাহলে রেজিস্ট্রেশন খাতায় বিবরণ নথিভুক্ত করাতে হবে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৬) শ্লীলতাহানি করায় অভিযুক্তের যৌনাঙ্গে বিছুটি পাতা ডলে ঘোরাল জনতা
হুগলির কামারপুকুরের এক নাবালিকাকে শ্লীলতাহানির কারণে ৫৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি নাকি দীর্ঘদিন ধরেই ওই নাবালিকাকে উত্তপ্ত করছিলেন এবং এক রাতে শ্লীলতাহানির করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় যুবক এবং তৃণমূল ও বিজেপি নেতারা মিলে অভিযুক্তকে ধরে নিজেদের হাতেই আইন তুলে নেন। অভিযুক্তকে জুতোর মালা পরিয়ে মাথা ন্যাড়া করে বিছুটি পাতা যৌনাঙ্গে লাগিয়ে প্রকাশ্যে মারধর করা হয়েছে। আর পরে নির্যাতিতার মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ফেলেছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৫) জাতিসংঘে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পক্ষে ভোট ভারতের
জাতিসংঘের সাধারণ পরিষদের ফ্রান্সে পেশ করা নিউইয়র্ক ঘোষণা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত সহ মোট ১৪২ টি দেশ। প্রস্তাবে ইজরাইল-প্যালেস্টাইনের দ্বি-রাষ্ট্র সমাধান, গাজা যুদ্ধের অবসান, হামাসের জিম্মি চুক্তি এবং গাজায় শাসন বন্ধ করে প্যালেস্টাইন কর্তৃপক্ষকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছিল। ভারত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সমর্থন জানিয়েছে। জানা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে ফ্রান্স সৌদি আরবের নেতৃত্বে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করা হবে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৪) অন্ধ্রপ্রদেশের নদিয়ার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মোবাইল চুরির সন্দেহে নদীয়ার পরিযায়ী শ্রমিক রাজু তালুকদারেরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। তেহট্টের বাসিন্দা রাজু পাঁচ মাস আগে নির্মাণকার্যে সেখানে গিয়েছিল। স্থানীয় শ্রমিকদের সঙ্গে ঝামেলার জেরে তাঁকে এবং তাঁর ভাইকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় রাজু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে কিছুটা সুস্থ হন। কিন্তু বাড়ি ফেরার পথে স্টেশনে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
৩) মমতার সফরের পরই ডুয়ার্সে বন্ধ হয়ে গেল তিনটি চা বাগান
ডুয়ার্সে পুজোর মুখে হঠাৎ করে বন্ধ হয়ে গেল তিনটি চা বাগান। শ্রমিকদের অভিযোগ, ২০% বোনাস না দেওয়ার জন্যই মালিকপক্ষ রাতারাতি বাগান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি তারা পালিয়ে গেছে। আর এতে বিপাকে পড়েছে ৫ হাজারের বেশি শ্রমিক এবং তাঁদের পরিবার। তারা জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ঝামেলাও হয়। বিজেপি অভিযোগ তুলছে যে, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর শেষ করে ফেরার পরেই বাগান বন্ধ হয়ে গিয়েছে। তৃণমূল জানিয়েছে, সরকার শ্রমিকদের সবসময় পাশে রয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
২) বীরভূমে পাথর খনি ধসে ৬ জন শ্রমিকের মৃত্যু
বীরভূমের নলহাটির বাহাদুরপুরে পাথর খনি ধসে ছয় জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার বিকালে শ্রমিকরা খনিতে কাজ করার সময় হঠাৎ করে ভূমিধসে ৯ জন চাপা পড়ে যায়। দ্রুত উদ্ধারকার্য করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এমনকি পরে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে যে, বর্ষার বৃষ্টি এবং মাটি নরম থাকার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। খনি নিয়ম মেনে চালানো হচ্ছিল কিনা, তা নিয়েও বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন
১) কঙ্গোতে নৌকাডুবিতে প্রাণ হারাল ৮৬ জন
কঙ্গোর উত্তর পশ্চিমাংশে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ৮৬ জন, যাদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী জানা গিয়েছে, বাসানকুস সংলগ্ন নদীতে যাত্রী বোঝাই নৌকাটি হঠাৎ করে মাঝনদীতে ডুবে যায়। সঠিক কারণ জানা না গেলেও বেশ কয়েকটি রিপোর্ট বলছে, অতিরিক্ত যাত্রী তোলার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। চালকও নিয়ন্ত্রণ রাখতে পারেনি। উল্লেখ্য, কঙ্গোতে এরকম ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। চলতি বছরের এপ্রিল মাসেই আরো একটি নৌকাডুবিতে ১৫০ জনের মৃত্যু হয়েছিল। নিত্যদিনের কাজের জন্য এই নদীপথ ব্যবহার করতে গিয়ে বহু মানুষ বিপাকে পড়ছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন