Top 10: পশ্চিমবঙ্গে SIR, ক্রিকেটারদের অপহরণ, বাংলায় ১০০ দিনের কাজ! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। পশ্চিমবঙ্গে SIR, ক্রিকেটারদের অপহরণ, বাংলায় ১০০ দিনের কাজ, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বোনদের ধর্ষণ করত, ছেলেই খুন করল বাবাকে

এবার উত্তরপ্রদেশে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। এক যুবক তাঁর বোনদের উপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে নিজের বাবাকেই খুন করেছে। জানা যাচ্ছে, ঘটনাটি করেছে মথুরার কোসি কালান অঞ্চলে। আর ওই মৃত ব্যক্তির বয়স ৫৫। জানা যায়, তিনি নিজের মেয়েদেরকেই ধর্ষণ করতেন। আর তা জানার পরেই কাকার ছেলের সাথে হাত মিলিয়ে বাবাকে প্রাণে মেরে ফেলে অভিযুক্ত যুবক। তিনি ইসলামপুর রোডে নিজের বাড়িতে বসবাস করতেন। আর প্রতি রাতে নেশা করে এসে মেয়েদের উপর অমানবিক অত্যাচার চালাতেন বলেই খবর। সেজন্যই তার ছেলের এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) মেদিনীপুরে উদ্ধার হাত-পা বাঁধা, গলায় ফাঁস দেওয়া যুবতীর মৃতদেহ

হাত পা বাঁধা, গলায় ফাঁস। মেদিনীপুরের জুনপুটে গোপালপুর সমুদ্র উপকূলে ঝাউবনের ভিতর থেকে উদ্ধার হল এক অজ্ঞতা পরিচয়ের তরুণীর দেহ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ স্থানীয় মহিলারা ঝাউবনের দিকে গিয়েছিল। আর সে সময় ওই তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাঁধা ছিল এবং গলায় ওড়নার ফাঁস ছিল। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দেহ উদ্ধার করে। জানা যায়, ওই মেয়েটি দশম শ্রেণীর ছাত্রীর বয়স ১৬। কাঁথি থানার এলাকায় দূরমুঠে তার বাড়ি। তার পরিবার অভিযোগ করছে, তাকে ওই যুবক কিডন্যাপ করেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বাংলায় শুরু হচ্ছে ১০০ দিনের কাজ

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে বাংলায় ১০০ দিনের কাজ। চলতি বছরের আগস্ট মাস থেকেই রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। এমনকি প্রত্যন্ত মানুষ যাতে সুবিধা পায়, সেদিকে দেখার জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ মানতে চায়নি কেন্দ্র সরকার। এমনকি উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি সরকার। তবে তা খারিজ হয়ে গেল। কেন্দ্রকে ১০০ দিনের কাজের প্রকল্প প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তে বলা হয়েছে। অর্থাৎ, তিন বছরের বেশি সময় পর অবশেষে কর্মসংস্থান প্রকল্প শুরু হতে চলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) রাজস্থানের ক্রিকেটারদেরকে অপহরণ

রাজস্থানে খেলা চলাকালীন ক্রিকেটারদেরকে অপহরণ করা হল। জানা যাচ্ছে, জলোরের চিতালওয়া এলাকার সাংদওয়া গ্রামে এক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সে মতোই ম্যাচ চলছিল। তবে হঠাৎ করে একটি বোলেরো গাড়ি নিয়ে ঢুকে পড়ে চারজন দুষ্কৃতী। তারপর একেবারে ফিল্মি কায়দায় গোটা মাঠে ফোর হুইলারটি নিয়ে চক্কর খেতে থাকেন তারা। আরে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে প্লেয়াররা। অভিযোগ ওঠে, একজন খেলোয়াড়কে হাতের নাগালে পেয়ে তাকে তুলে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হাওড়া পুরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ সুজয় চক্রবর্তীর

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগেই হাওড়া প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরীর পদত্যাগের পর আবেদন জমা করলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। হ্যাঁ, গত শনিবার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য ফিরহাদ হাকিমকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। উল্লেখ্য, দেড়েক আগে সুজয় চক্রবর্তী একইভাবে পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন। তবে সে সময় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরাধে তিনি পদত্যাগ করতে পারেননি। তবে এবার হঠাৎ করে সুজয় বাবু কেন পদত্যাগ করলেন, তা নিয়ে কোনওরকম তথ্য হাতে আসেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) জোহো কর্পোরেশন এবার আনছে জোহো পে

এবার ফোনপে, পেটিএম, গুগল পের রাতের ঘুম উড়বে। কারণ, জোহো কর্পোরেশনের উদ্যোগে চালু হচ্ছে জোহো পে। হ্যাঁ, বর্তমানে এই অ্যাপটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী মাসেই হয়তো তা চালু করা হতে পারে বলে খবর। মূলত এটি ব্যবহারকারীদের পেয়ার টু পেয়ার বা মার্চেন্ট টু মার্চেন্ট উভয় ধরনের পেমেন্টের সুযোগ দেবে। আর এর সবথেকে বড় আকর্ষণ হল, Arattai মেসেজিং প্ল্যাটফর্মের সাথে সরাসরি ইন্টিগ্রেশন হবে। অর্থাৎ ব্যবহারকারীরা চ্যাট উইন্ডো থেকে না বেরিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবে। এখন শুধু এই অ্যাপ লঞ্চ হওয়ার পালা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কাকদ্বীপের মতো ঘাটালেও কালীমূর্তি চুরির ঘটনা

কিছুদিন আগে কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। আরে সেই একই ঘটনা ঘটল ঘাটালের জয়নগরে। জানা যাচ্ছে, এক স্থানীয় পরিবারে কালীপুজোর দিন রাতে ঘটে ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারেই বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন দুষ্কৃতী কালী প্রতিমা তুলে নিয়ে চলে যায়। এমনকি প্রতিষ্ঠিত ঘটটিকেও ভেঙে ফেলা হয়। আর ফুল-ফল সবকিছু তছনছ করে দেওয়া হয়। ভোরবেলা বাড়ির লোক যখন ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পুলিশের কাছে জানায়। বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। তবে সবথেকে বড় ব্যাপার, পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ২৫ বছর বয়সে আত্মহত্যা ‘জামতারা ২’ খ্যাত সচিন চন্দওয়াড়ের

মাত্র ২৫ বছর বয়সে আত্মঘাতী হয়ে প্রাণ হারালেন ‘জামতারা ২’ খ্যাত সচিন চন্দওয়াড়। জানা যাচ্ছে, তার পরিবারের সদস্যরা ২৩ অক্টোবর তার ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পায়। তারপর সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ২৪ অক্টোবর দুপুর ১.৩০ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তবে কেন শচীন আত্মহত্যা করলেন সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। প্রসঙ্গত নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম ড্রামা ‘জামতারা ২’-তে সচিনের অভিনয় দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল। তবে মারাঠি ছবিতে অভিনয় করার আগেই তার প্রয়াণ হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মুর্শিদাবাদে তৈরি হবে বাবরি মসজিদ, বললেন হুমায়ুন কবীর

এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ। সৌদি আরব থেকে ইমাম আসবেন। জানিয়ে দিলেন হুমায়ুন কবীর। বিগত কয়েক মাস ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বিতর্ক দেখা দিয়েছে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে। মূলত তার একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে শাসক দল। তবে এবার নিজের দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। জানিয়ে দিলেন, চলতি বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস হবে। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জেলা থেকেই মানুষজন সাহায্য করছেন। এমনকি জন্মু কাশ্মীর থেকেও মানুষ সাহায্য করবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) আগামীকাল থেকেই শুরু হচ্ছে বাংলায় এসআইআর

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইএর প্রক্রিয়া। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যেই শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। আজ বিকালে সাংবাদিক সম্মেলনে বৈঠক করেই মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন যে, আগামীকাল থেকেই এই এসআইআর প্রক্রিয়া শুরু হবে। তবে উল্লেখ্য, আগামীকাল একটি সাংবাদিক বৈঠকে করা হবে বারোটি রাজ্যের আধিকারিকদের সঙ্গে। ২০০৩ সালের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের আর কোনওরকম কাগজ দিতে হবে না বলে বলেও জানানো হয়েছে। কিন্তু যদি কোনও যোগ না পাওয়া যায়, তাহলে বাবা-মায়ের নামের তালিকা খতিয়ে দেখতে হবে। যদি তা না থাকে, তাহলে কমিশনের জারি করা ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনও একটি দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join