বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কালীপুজো, ভাইফোঁটার আগে সাগরে অতি শক্তিশালী নিম্নচাপ

Published:

nimnochap weather
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ যেই একটি হেমন্তের শীতল হাওয়া গায়ে লাগতে শুরু করেছিল, ঠিক তখনই এল সেই খারাপ খবর যেটার জন্য কেউ তৈরি ছিলেন না। আসন্ন শীতের মাঝে ফের গলার কাঁটা হয়ে দাঁড়াল অতি শক্তিশালী নিম্নচাপ (Nimnochap)। আর এর আভাস কালীপুজোর দিন থেকেই পেতে শুরু করবেন বাংলার মানুষ, যার জের থাকবে ভাইফোঁটা অবধি। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করে সকলের মন খারাপ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে তৈরি হতে চলেছে অতি শক্তিশালী নিম্নচাপ বলে খবর।

ফের তৈরি হচ্ছে অতি শক্তিশালী নিম্নচাপ!

আজ শনিবার সকাল থেকেই বাংলার আকাশ আংশিক মেঘলা। শীতল আবহাওয়াও যেন কর্পূরের মতো কিছুটা উবে গিয়েছে। ভোরের দিকে গায়ে চাদর দিতে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গরমটাও বাড়ছে বৈকি। জানা গিয়েছে, সারাদিনে ১ ডিগ্রি অবধি বাংলার তাপমাত্রা বাড়তে পারে। আজ আবার কিছু জেলায় বৃষ্টি অবধি হতে পারে বলে খবর। উত্তর ভারতের শুষ্ক হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূবালী হাওয়ার সংঘাতে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটবে। যার ফলে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় দিনের যে কোনও সময় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। এদিকে আর কিছুদিনের মধ্যেই ফের একবার শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে বলে খবর।

তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ও?

জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে। অপরদিকে রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তামিলনাড়ু উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় পুদুচেরি উপকূলের কাছে ল্যান্ড ফল করতে পারে। অথবা বঙ্গোপসাগরের ওপর দিয়ে সমান্তরালভাবে ক্রমশঃ আরও শক্তি বাড়িয়ে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে আসতে পারে।

কালীপুজো, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

নিশ্চয়ই ভাবছেন কালীপুজো কিংবা ভাইফোঁটায় কেমন থাকবে বাংলার আবহাওয়া? রবিবার কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ৫ জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেতে পারে। এরপর সোমবার কালীপুজোর দিন নেই কোনও বৃষ্টির সম্ভাবনা। এরপর ভাইফোঁটার দিনও আবহাওয়া শুষ্কই থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join