প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসে ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল করেছিল ঘূর্ণিঝড় ডানা। কিন্তু স্বস্তির ব্যাপার হল আমফানের মত খুব একটা ভয়ংকর প্রভাব ফেলতে পারেনি ডানা। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি। পূর্ব মেদিনীপুরে উপড়ে গেছে প্রায় ১৭৫টি বিদ্যুতের খুঁটি। পাশাপাশি ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে রাজ্যে ধান ও ফসল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ফসল নষ্ট হয়েছে পূর্ব মেদিনীপুরে। আর এই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই ফের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ল।
ডানার পর আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন পরিস্থিতি!
আউটলুকের তথ্য অনুসারে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ আগামী ৫ নভেম্বর সেটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এটি ধীরে ধীরে পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে যাচ্ছে যা তামিলনাড়ুর দিকে ৯ নভেম্বর চলে যাবে, তবে স্বস্তির খবর, এই সাইক্লোনিক সার্কুলেশন খুব বেশি ঘণীভূত হওয়ার সম্ভাবনা নেই৷ ECMM পূর্বাভাস অনুসারে জানা গিয়েছে, আগামী ৭ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সাইক্লোনিক সার্কুলেশন। এবং তাদের তরফ থেকে এই ঘূর্ণাবর্ত সম্ভাবনা রয়েছে প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ৷
অন্যদিকে আইএমডি ডায়নামিকাল স্ট্যাটেস্টিক্যাল মডেল অনুসারে আগামী ৭ নভেম্বরের মধ্যে সাইক্লোনজেনেসিস প্রবাবিলিটি ফোরকাস্ট বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে কোমোরিন এলাকায় তৈরি হবে সাইক্লোনিক সার্কুলেশন৷ এবং ৮ -১৪ নভেম্বরের মধ্যে ২০-৩০ শতাংশ সম্ভবনা রয়েছে সাইক্লোজেনেসিসের। তবে এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নেই৷ পাশাপাশি নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস এর রিপোর্টেও জানা গিয়েছে বঙ্গোপসাগরে এখন কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি।
শীত নিয়ে কী বলছে আইএমডি?
এদিকে আইএমডি-র তরফে মৃত্যুঞ্জয় মহাপাত্র শীত নিয়ে এক বড় আপডেট সামনে তুলে ধরেছে। তিনি জানিয়েছেন, এবার আবহাওয়ার যা মতিগতি তাতে নভেম্বরকে শীতকাল হিসাবেও বিবেচনা করা হচ্ছে না। তাছাড়া শীত শুরু হওয়ার কোনও পূর্বাভাস এখনই দিচ্ছে না আবহাওয়া দফতর। কারণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়পর্বকে শীতকাল হিসাবে ধরা হয় না। তাই এই মাসগুলিতে কেমন থাকবে তাপমাত্রা, তার পূর্বাভাস এখনই করেনি মৌসম ভবন।