প্রীতি পোদ্দার, কলকাতা: দেশ থেকে বর্ষা (Weather Update) পুরোপুরি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে উঠেছে উত্তর–পূর্বের পুবালি বাতাস। যার দরুন কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টির দাপট খুব একটা জোরালো হবে না, তাই কালীপুজো এবং ভাইফোঁটার আনন্দে ভাঁটা পড়ার সম্ভাবনা কম।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। যদি সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপায়িত হয় তাহলে তার সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর উপকূলে। আর এর প্রভাবে চলতি সপ্তাহে ফের একবার বাংলার জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলোতে ঝলমলে পরিষ্কার দেখা যাবে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বেড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা খুব বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বজায় থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: “বিদেশিদের ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন?” বিস্ফোরক শুভেন্দু
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় কিছুদিন পর থেকেই পাহাড়ি এলাকায় ক্রমশ বাড়বে ঠান্ডার অনুভূতি। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া থাকবে মনোরম ও শুষ্ক। তবে জাঁকিয়ে শীত নিয়ে এখনই কোনো আপডেট পাওয়া যায়নি।