শীতের আগমনের মাঝেই কাঁটা বৃষ্টি! বুধ থেকে ফের দুর্যোগ, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস পরে গেলেও জব্বর শীতের দেখা এখনও মেলেনি বঙ্গে। গতকাল থেকেই শুষ্ক আবহাওয়া ছিল। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানায় যে, এখনই পারদ পতন নয়। আর এদিকে শীতের আগমন বেলায় ফের বৃষ্টি (Weather Update) দুর্যোগের বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, পূর্বমধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলের কাছে তৈরি হয়ে নিম্নচাপ। যা দিন দিন এগিয়ে যাচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ফলস্বরূপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে তীব্র বৃষ্টিপাতের সম্ভবনা। যা প্রভাব খানিকটা হলেও পড়তে পারে বাংলার উপরেও। চলতি সপ্তাহে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলতেই থাকবে। এমতাবস্থায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোথাও আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বুধবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টিপাতের সম্ভবনা তৈরি হয়েছে। ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

আরও পড়ুন: এবার SIR-র জন্য অসুস্থ হয়ে পড়লেন হুগলির কাউন্সিল! শোরগোল রিষড়াতে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে মূলত পরিস্কার আকাশ থাকবে তো কখনো আবার আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। তবে এসবের মাঝেও দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড়-বৃষ্টি চলবে। তবে, ঠিক কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join