প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়ার আশায় রীতিমত দিন গুনছিল শীত প্রেমীরা। ডিসেম্বরের শুরুর দিকে কয়েক দিন ঠান্ডা জাঁকিয়ে পড়লেও, বেশিদিন তা স্থায়ী হল না। তার অন্যতম মূল কারণ হল নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। তাই বাকি দিনগুলি কেটে গেল হালকা শীতের মধ্য দিয়ে। এরপর নতুন বছর পড়তেই প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডা পড়লেও ফের গতকাল অর্থাৎ রবিবার থেকে জেলায় জেলায় একধাক্কায় বেড়ে গেল তাপমাত্রা। জানা গিয়েছে আগামী দুই দিন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে হাড়াকাঁপানো শীতের আমেজ থাকবে না। যার ফলে কপালে দুশ্চিন্তার ভাঁজ শীত প্রেমীদের।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবের ফলে ধীরে ধীরে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাড়ার কারণে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আজ এবং আগামীকালও দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাড়বে কুয়াশার দাপট। তবে চিন্তা নেই। এই পশ্চিমী ঝঞ্ঝা বেশি দিন স্থায়ী থাকবে না। কারণ হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়া মাত্রই সর্বনিম্ন তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি অথবা স্বাভাবিকের থেকে খানিক কমে যাবে। জানা যাচ্ছে ১২ তারিখের পর থেকে ফের কমবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া | South Bengal Weather |
আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান এই সকল জেলাগুলিতে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই সকল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে। বইবে উত্তুরে কনকনে হাওয়া
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া | North Bengal Weather |
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আকাশে কালো মেঘের আনাগোনা লেগেই থাকবে। যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি ও তুষারপাত দুই এরই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাড়বে কুয়াশার দাপটও। দৃশ্যমানতা কোথাও ২০০ মিটারে নেমে আসবে তো কোথাও আবার ৬০-৭০ মিটারে নেমে আসবে।