প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসের মাঝামাঝি সময়ে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। যদিও এবছর তেমন শীত পড়েনি বললেই চলে। যেটুকু হালকা শীত ছিল সেটাও এখন অতীত। এদিকে মার্চের শুরুতে ভ্যাপসা গরম ব্যাপক ভোগান্তিও পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই আবহেই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও এখনই ভ্যাপসা গরমে ভোগান্তি পোহাতে হবে না।
গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকে রোদের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মনে হচ্ছিল গরমের মাঝামাঝি সময়। এতদিন এপ্রিল-মে মাসে যেমন গরম পড়ত সেরকম গরমের কিছুটা ঝলক গতকাল থেকেই দেখা যাচ্ছে। যার দরুন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে স্বস্তির বিষয় হল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তবে আবার সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Update) ।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল সকাল থেকেই পরিষ্কার ঝলমলে আকাশ দেখা যাবে। রোদের প্রকটও ধীরে ধীরে বাড়বে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ১০ মার্চ পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তবে সপ্তাহের মাঝে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা একই থাকবে। তারপর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ। কিন্তু শীতের কাম ব্যাকের কোনো প্রশ্নই নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে অবশেষে কেটেছে বৃষ্টি দুর্যোগ। গত সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রীতিমত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছিল উত্তরবঙ্গে। কিন্তু বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় নেই বললেই চলে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিন উত্তরের কোনও জেলাতেই তাপমাত্রার বড় রকমের কোনও হেরফের হবে না। সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ মাত্র ৩ ঘণ্টায় কলকাতা থেকে দেওঘর, ৬০ হাজার কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |