বেঙ্গালুরুতে কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, পণ্ড হবে শেষ দিনের খেলা? বড় আপডেট IMD-র

Published on:

india nz test rain

বেঙ্গালুরু: তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। কিউয়ি বোলারদের দাপটে ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায়। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলা প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে বাদ হয়েছিল। দ্বিতীয় দিনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত যে পায়ে কুড়ুল মারার মতো ছিল। তা হাড়ে হাড়ে টের পায় সবাই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস

প্রথম ইনিংসে ভারতীয় দলের পাঁচ জন ব্যাটার শূন্য রানে আউট হন। মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় গোটা দল। এটা ভারতের কাছে লজ্জাজনক রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০ উইকেটে ৪০২ করে। ভারতের হয়ে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেয়। ভারতের সামনে রানের পাহাড় চাপয়ে দেয় কিউয়িরা।

মাঠে ঝড় তোলেন সরফরাজ খান

ভারত দ্বিতীয় ইনিংসে পাল্টা জবাবও দেয়। প্রথম থেকেই আক্রমনাত্বক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের। রোহিত শর্মা ৬৩ বলে ৫২ রান করেন। বিরাট কোহলি ১০২ বলে ৭০। তবে সবথেকে বেশি যিনি নজর কেড়েছেন, তিনি হলেন সরফরাজ খান। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম ইনিংসে সরফরাজ শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করেন। দ্বিতীয় ইনিংসে সরফরাজ ১৯৫ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সরফরাজ আউট হতেই ফের ধ্বস নামে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে। শেষমেশ ৪৬২ রানে ইনিংসের সমাপ্তি ঘটে। নিউজিল্যান্ডের কাছে এখন মাত্র ১০৭ রানের লক্ষ্য, হাতে রয়েছে ৯০ ওভার। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, খেলা কী আদৌ হবে? চতুর্থ দিনেও বৃষ্টির কারণে খেলা অনেকক্ষণ বন্ধ ছিল।

Bangalore Weather Tomorrow:

বেঙ্গালুরুর আবহাওয়া নিয়ে IMD জানিয়েছে যে, বৃষ্টি আগামীকালের ম্যাচের একটি বা দুটি স্পেলকে প্রভাবিত করতে পারে। চেন্নাস্বামীতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা খেলাকে প্রভাবিত করার জন্য যথেষ্ট। IMD মতে, আগামীকাল ব্যাঙ্গালুরুতে সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group