কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। লক্ষ্মীপুজোর দিন থেকে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হওয়া গভীর নিম্নচাপের জন্য বাংলা জুড়ে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল বুধবার সারাদিনই রীতিমতো ঝড় বৃষ্টি হয়েছে। তবে আজ বৃহস্পতিবারও সেটার ব্যতিক্রম ঘটবে না বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। আজ থেকে ফের বিরাট আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সমগ্র বাংলাজুড়ে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। এর পাশাপাশি আবার বাতাসে ভরপুর জলীয় বাষ্পর উপস্থিতির কারণে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম অনুভব হবে। আপনি যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা কিন্তু সঙ্গে রাখতে ভুলবেন না।
সাগরে ফের নিম্নচাপ
আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলায়। মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে ওই নিম্নচাপ তৈরি হয়েছে। এরপর সেটি মঙ্গলবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণভাগ থেকে শুরু করে তামিলনাড়ু পুদুচুরি পর্যন্ত অংশকে বেশি প্রভাবিত করবে বলে জানা যাচ্ছে। ফলে বাংলায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে একটু বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন দেখলে আপনিও চমকে উঠতে পারেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায়। এদিন কলকাতার আকাশ মেঘাছন্ন থাকবে সেইসঙ্গে ফুল দমে বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ পারদ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মূলত যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেগুলি হল দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। এছাড়া বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টি হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |