Indiahood-nabobarsho

বড়দিনের আগেই ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি পূর্বাভাস

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর শীতের আগমন নিয়ে বেশ উদগ্রীব ছিল আট থেকে আশি সকলেই। তার উপর বড়দিনের সেলিব্রেশন এবং নতুন বছর শুরুর আনন্দ তো রয়েছেই। কিন্তু তবুও সেই সব আনন্দ এক ঝটকায় কেমন যেন দুঃখে পরিণত হতে চলেছে কনকনে শীতের বালাই তো নেই তার উপর আবার পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের দাপট। যার ফলে আপাতত শীত রাজ্য থেকে কিছুটা দূরেই থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানা গিয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে রাজস্থানের উপর তৈরি হবে ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় যার প্রভাব পড়বে। এর ফলে শুক্রবারের পর আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে বড়দিনের আবহাওয়া

একের পর এক পশ্চিমী ঝঞ্চায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। এই আবহে রাজ্যে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া প্রবেশ করতে না পারায় আগামী ৩ থেকে ৪ দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এখন আপাতত কমার কোনো সম্ভাবনা নেই। এদিকে শীতের মরশুমে বৃষ্টিও পিছু ছাড়ছে না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ বড়দিনের আগেই ফের ভাসবে বাংলা। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে বড়দিনের আবহাওয়া

অন্যদিকে পাহাড়ি এলাকাতেও বড়দিনের আগে এবং পরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আজ দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার, বড়দিনে হালকা বৃষ্টিও হতে পারে দার্জিলিঙে। সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group