বছরের শেষ উইকেন্ডেও ভেজাবে বৃষ্টি! জানা গেল শীত পড়ার দিন, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষে এক্কেবারে উধাও শীত। হালকা সোয়েটারেই সয়ে যাচ্ছে এই ঠান্ডা। এদিকে ভরা পৌষ আর ডিসেম্বর প্রায় শেষের পথে তবুও জাঁকিয়ে ঠান্ডার আমেজ না থাকায় হা হুতাশ করছে শীতপ্রেমীরা। তার উপর আবার হাজির বৃষ্টি। অর্থাৎ বর্ষবরণ করতে হাজির থাকবে বৃষ্টিও। এদিকে হাওয়া অফিসের মতে আজ থেকে তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমলেও আগামী কদিন স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে।

WhatsApp Community Join Now

ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে জানা গিয়েছে আজ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে। উত্তর পশ্চিম ভারতে জেট স্ট্রিমের প্রভাবে ও রাজস্থান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় প্রভাব পড়েছে। বাধা প্রাপ্ত হয়েছে কনকনে উত্তুরে হাওয়া। এবার দেখার পালা বছরের শেষ শনিবারে কেমন আবহাওয়া থাকবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল বছর শেষের শেষ শনিবার, এদিকে বছর শেষের আনন্দ মাটি করতে হাজির বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের পাশাপাশি লাগোয়া কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে স্বস্তির বিষয় হল আগামী রবিবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তিত হবে। যার ফলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। শীতের ভরপুর মেজাজ রয়েছে সেখানকার প্রতিটি জেলায়। আগামীকাল অর্থাৎ শনিবার ফের একবার বরফ পড়তে পারে দার্জিলিংয়ে। এছাড়াও কালিম্পং এর উঁচু কয়েকটি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক কমতে পারে।

সঙ্গে থাকুন ➥
X