প্রীতি পোদ্দার, কলকাতা: জ্বালাপোড়া গরমে (Weather Update) রীতিমত দম ফুরোচ্ছে রাজ্যবাসীর। গত কয়েকদিন মারাত্মক প্রখর রোদে একেবারে ঝলসে গিয়েছে সকলে। আর এই আবহে গতকাল সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল রাজ্য জুড়ে। আবহাওয়া শান্ত এবং ঠান্ডা হয়ে গিয়েছিল। ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। কিন্তু মঙ্গলবার সকাল হতে না হতেই ফের পুরোনো ফর্মে ফিরেছে আবহাওয়া। প্রখর রোদের সঙ্গে অসহ্য গরমে নাজেহাল সকলে। একটাই প্রশ্ন কবে আসবে বর্ষা?
এদিকে বর্ষার আগমন নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজই ঢুকতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। অন্যদিকে কেরালাতেও বর্ষার নির্ঘণ্ট বেজে গিয়েছে। জানা গিয়েছে আগামী ২৭ মে বর্ষা ঢুকবে কেরলে। এদিকে বঙ্গে বর্ষা ঢুকতে ঢুকতে সেই জুন মাস। ততদিন গরমও পড়বে ব্যাপক। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
অসহ্য গরমে নাজেহাল সকলে। তার উপর হাওয়া অফিস জানিয়েছে আগামী ১৪ মে পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। বরং উল্টে বজায় থাকবে তাপপ্রবাহ।
আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতা আজও! বিকেল হতেই ৮ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় সম্পূর্ণ উল্টো আবহাওয়া উত্তরবঙ্গে। এইমুহুর্তে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে। বাদ যায়নি দার্জিলিং ও কালিম্পং জেলা দুটি। সেখানেই ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া নীচের জেলাগুলিতে অর্থাৎ মালদা ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |