প্রীতি পোদ্দার, কলকাতা: গোটা ডিসেম্বর মাস জুড়ে বজায় ছিল একঘেয়েমি পশ্চিমী ঝঞ্ঝার দাপট। তারই প্রভাব পড়েছিল রাজ্যে। কলকাতা শহর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশে মেঘের আনাগোনা ছিল। কোথাও আবার হালকা বৃষ্টিও হয়েছিল। তবে আজ, বর্ষ শেষের দিন রাত থেকে তাপমাত্রা একটু নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। এইমুহুর্তে আপাতত পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাব কমবে। সেই সঙ্গে বাড়বে শীতের আমেজ।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এইমুহুর্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই রয়েছে। তবে আগামী ২ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে ৷ এমনকি নতুন বছরের দিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে তাপমাত্রা। সকাল শুরু হবে কুয়াশা দিয়ে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। ঝলমলে দিন দেখা যাবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে সব জেলায় আগামীকাল আবহাওয়া একদম শুষ্ক থাকবে, কোথাও আর কোনও বৃষ্টি হবে না। কিছুদিন পরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে। সঙ্গে বইবে কনকনে শীতল হাওয়া। তাই সোয়েটার টুপি পরতেই হবে বাইরে বেরোনো সময়। এদিকে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল নতুন বছরের প্রথম দিনে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলা৷ বিশেষত উপরের পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে কুয়াশার দাপট। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে কালিম্পং এবং দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।কুয়াশার জেরে দৃশ্যমানতা বেশ খানিকটা কমতে পারে আশঙ্কা করা হচ্ছে। তাই গাড়ির চালকদের পাহাড়ি পথে বাড়তি সাবধানতা নেওয়ার কথা বলা হচ্ছে।