প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় সরস্বতী পুজো। এদিকে ভরা মাঘে শীতের আমেজ একদমই নেই বললেই চলে। বরং দিনের পর দিন তাপমাত্রা যেন বাড়ছে। আজ বৃহস্পতিবারেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে শীত যেন এবার চোখেই দেখল না শীত প্রেমীরা। এদিকে আবার বঙ্গের দুই জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।
জানুয়ারির শেষেও দেখা নেই শীত। গোটা জানুয়ারি মাদ কেমন যেন লুকোচুরি খেলে গেল শীত। এদিকে সরস্বতী পুজোর আগেই আলমারি বন্দি হয়েছে সোয়েটার, মাফলার, টুপি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের এই আচমকা ইউ টার্ন নেওয়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই দিন এবং রাতের তাপমাত্রার পারদ বাড়ছে। জানা যাচ্ছে সপ্তাহান্তে নাকি তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। শুষ্ক আবহাওয়া বিরাজ করছে জেলায় জেলায়। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার দাপট একদমই নেই। বাইরে বেরোলে হালকা পুবালি হাওয়া বইবে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে একাধিক জেলায় আগামী কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লেই পরিষ্কার হবে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়নগরী দার্জিলিঙে রাতে তুষারপাতও হতে পারে। এছাড়াও আগামী ৩ দিন ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ৫ জেলায় রয়েছে কুয়াশার সতর্কবার্তা। সেই জেলাগুলো হল দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যেতে পারে সকালের দিকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |