প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরে শীতের হালহকিকত দেখে ভালই বোঝা গিয়েছিল যে চলতি শীতের মরশুম এবার খুব প্রিয় হবে না শীত প্রেমীদের। তার অন্যতম কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ। কিন্তু সকলকে চমকে দিয়ে বর্ষশেষের রাতে বেশ পরিবর্তন হয়েছে আবহাওয়ার। অর্থাৎ ২০২৫ র শুরুতে কনকনে শীতের আমেজ ভোগ করল বঙ্গবাসী। কিন্তু সেই শীত সুখেও ফের কাঁটা হয়ে আগমন হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার।
আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও সপ্তাহের শেষে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। কারণ সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ বাড়তে চলেছে। আর ঠিক সেই অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গে। তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল কুয়াশার সম্ভাবনা বেশ বাড়বে কয়েকটি জেলায়। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যাবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পূবালী হাওয়ার দাপট। এবং বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। কনকনে বইছে উত্তুরে হাওয়া। তবে এইমুহুর্তে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তন হবে আগামী মঙ্গলবার থেকে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি , উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |