কনকনে শীতের মাঝে ফের দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছরে শুরু থেকেই ঠান্ডার জোরালো দাপট শুরু হয়ে গোটা বাংলা জুড়ে। কনকনে থানা হাওয়া বয়ে চলেছে উত্তর থেকে দক্ষিণে। গতকাল অর্থাৎ বুধবার বছরের প্রথম দিনের পর আজও হাড়কাঁপানো শীত বজায় রয়েছে রাজ্যের সর্বত্র। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কিন্তু এই শীতও আবার বেশিদিন স্থায়ী থাকবে না।

WhatsApp Community Join Now

হাওয়া অফিস জানিয়েছে ডিসেম্বরের শুরুর দিকে যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল তারপর ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের তেজ কমে গিয়েছিল। ঠিক তেমন ভাবেই বছরের শুরুতেই এমনটাই হতে চলেছে। জানা হয়েছে শীতের মাঝেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার বড় প্রভাব পড়বে। সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলেও রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। পাশাপাশি সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে। দার্জিলি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতল হাওয়া বইবে কনকনে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। তবে সপ্তাহান্তে উত্তরের কয়েকটি জেলায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X