শ্বেতা মিত্র, কলকাতাঃ বৃষ্টি, নিম্নচাপ অতীত, এবার এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল বাংলার তাপমাত্রা। এমনিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেই পশ্চিমবঙ্গে শীতের তীব্রতা বাড়ে। তবে একটা ঘূর্ণাবর্ত যেন নতুন ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। যদিও এর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং এবার হু হু করে বাংলায় পারদ পতন হতে শুরু করবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার সকাল সকাল পারদ পতন হয়েছে বাংলায়। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আর জেলায় জেলায় আচমকা শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ ঠিকই শুনেছেন। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেট অনুযায়ী শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ব্যাপক কুয়াশা দাপট থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে কিছু জেলায় ঠান্ডার দাপটও বাড়বে। বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পঙ ও আলিপুরদুয়ারদুয়ারে ব্যাপক কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসে তরফে আগেই জানানো হয়েছিল যে সপ্তাহান্তে কলকাতা শহরসহ বাংলার তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। ফলে শনিবার শৈত্যপ্রবাহের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। বজায় থাকবে কুয়াশার দাপটও। এছাড়াও দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |