দক্ষিণবঙ্গে পারদ নামল ৮-র ঘরে, শৈত্যপ্রবাহ একাধিক জেলায়, কতদিন থাকবে কাঁপানো ঠান্ডা

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর থেকে ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রথম থেকেই দাপট জমাতে পারেনি শীত। এদিকে নতুন বছর পড়তেই অনেকটাই পারদ পতন হয়েছে রাজ্যে। অর্থাৎ পুরনো বছরকে বিদায় জানিয়ে, শীত সারম্বরে স্বাগত জানিয়েছে নতুন বছরকে। গোটা দিন জুড়ে বইছে কনকনে উত্তুরে হাওয়া। সব জায়গায় এক ধাক্কায় নেমেছে অনেকটাই তাপমাত্রা। আর এই আবহে শৈত্যপ্রবাহের মুখে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে শীতের এই দাপট বেশিদিন স্থায়ী থাকবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের গায়েব হবে শীত এবং সপ্তাহের শেষে হতে পারে হালকা বৃষ্টিও।

আমাদের সাথে যুক্ত হন Join Now

জেলায় জেলায় এখন শীত ময়দানে ছক্কা হাতাচ্ছে। এইমুহুর্তে আবহাওয়া দফতর থেকে যে পরিসংখ্যান দিয়েছে তাতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম এলাকা ছিল শ্রীনিকেতনে। সেখানে তাপমাত্রা নেমেছিল ৮.৫ ডিগ্রি। অন্যদিকে আসানসোল তাপমাত্রা নেমেছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। শুধু আসানসোল নয়, পশ্চিমের সমস্ত জেলা থরথর করে কাঁপছে শীতের চোখ রাঙানিতে। বোলপুরে এই মুহূর্তে পারদ নেমেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও বাঁকুড়ায় নেমেছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই আবহে সপ্তাহান্তে ফের বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার, সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি ঢেকেছিল কুয়াশার চাদরে। সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা বাতাসও বইছিল। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আপাতত এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা নীচে থাকবে বলে জানা যাচ্ছে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে।

Whatsapp Broadcast Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমেছে তাপমাত্রা। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট এবং ঘন কুয়াশার হাতছানি। এই কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে গিয়েছে। জানা গিয়েছে আগামী দিন তিনেক উত্তরবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। পরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একটু বাড়তে পারে। এদিকে বৃষ্টির দুর্যোগ দেখা গিয়েছে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

সঙ্গে থাকুন ➥
X