পুরুলিয়ার কাছে হার মানল কালিম্পং! ৯ ডিগ্রিতে পারদ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চলেছে। কিন্তু এইমুহুর্তে জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে হালকা ঠান্ডার মেজাজে মেতেছে আট থেকে আশি। শুধু তাই নয়, এবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কোমর বেঁধে আসতে চলেছে ঝমঝমিয়ে বৃষ্টি। ইতিমধ্যেই হাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝার বড় আপডেট জানিয়ে দিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার সকালে পুরুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। যেটি কিনা উত্তরের কালিম্পংকেও টেক্কা দিয়েছে। অর্থাৎ তাপমাত্রার নিরিখে আজ দার্জিলিঙের পরেই সবচেয়ে বেশি ঠান্ডা রয়েছে পুরুলিয়ায়। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, ছুটির দিনে দক্ষিণের আবহাওয়া বেশ শুষ্ক এবং শীতল থাকবে। তবে আগামী সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে। এ ছাড়া, প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। তবে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের তিন দিনে আবার পারদ চড়বে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণের পাশাপাশি উত্তরেও আগামীকাল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে আগামী সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সান্দাকফুতে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বা কাল রাতে স্নো ফলের অত্যন্ত বেশি সম্ভবনা দার্জিলিংয়ে। উঁচু পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group