প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন। এরপরই প্রদীপ এবং মোমবাতির শিখায় আলোকিত হতে চলেছে গোটা দেশ। কিন্তু তার আগেই উৎসবের আনন্দে জল ঢালতে প্রস্তুতি নিচ্ছে বাংলার আবহাওয়া বড় বিপর্যয় এর সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী। গতকাল অর্থাৎ সোমবার মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়েছে যা আজ সকালে এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। অর্থাৎ ‘ডানা’ র আংশিক প্রভাব পড়তে চলেছে গোটা বাংলায়।
আজকের আবহাওয়া
আজ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও গতকালের মত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । তবে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশে পাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ দেখা যাবে। তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ দুর্যোগের প্রভাব উত্তরের বাসিন্দারাও টের পাবে। আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজও দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বিকেলের দিকে আকাশে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ষার অস্তিত্ব উত্তরবঙ্গ জুড়ে দেখা যাবে। ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জেলায়। দার্জিলিং থেকে মালদা, সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।