নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড়ের, কখন কোথায় আছড়ে পড়ছে ডানা? জানাল আবহাওয়া দফতর

Updated on:

cyclone alert

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগিয়ে আসছে ততই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ওড়িশার পাশাপাশি, আতঙ্কের প্রহর গুনছে বঙ্গবাসী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের অবস্থান, গতিপ্রকৃতির উপর সর্বদা নজর রেখেছেন আবহবিদেরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহচিত্র। সেই সব ছবি থেকেই এর গতিবিধি সম্পর্কে আগাম সতর্ক করে চলেছে হাওয়া অফিস। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য পুরীতে বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে কোনারকের সূর্য মন্দিরও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভোর রাতে আছড়ে পড়বে ডানা!

মৌসম ভবন সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, গত ছ’ঘণ্টায় ‘ডানা’ ১৫ কিলোমিটার/ ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। এখন ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ‘এই’ ঘূর্ণিঝড়টি। জানা যাচ্ছে হচ্ছে আগামীকাল অর্থাৎ ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের সকালের মধ্যে উড়িষ্যার ভিতরকণিকা ও ধর্মার মাঝে আছড়ে পড়বে ডানা।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুর গড়াতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বেলা যত বাড়বে ততই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই জেলাগুলিতে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। এমনকি আগামী শুক্রবারও দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে জানা গিয়েছে ওড়িশায় এই ঘূর্ণিঝড় বেশ কয়েকটি জেলায় অপেক্ষাকৃত কম প্রভাব ফেলবে। ময়ূরভঞ্জ, পুরী, ভুবনেশ্বর, কটক, সম্বলপুরে ঝড়ের দাপট কম থাকলেও মুষলধারায় বৃষ্টি অব্যাহত থাকবে। আজ সন্ধ্যা থেকেই ভিজতে পারে উপকূলীয় ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, পুরী এবং জজপুর। তবে আগামীকাল জগৎসিংহপুর, কেন্দাপাড়া, ময়ূরভঞ্জ, কটক, ভদ্রক এবং বালাসোরে জারি হয়েছে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা। মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল এবং ছয় অভিজ্ঞ IAS অফিসারকে। তৈরি রয়েছে কন্ট্রোল রুমও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group