প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিল পড়তে না পড়তেই গরমে প্রকোপে এক্কেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (Weather Update)। যদিও আবহাওয়ার যে এমন হাল হবে তা মার্চের শুরুতেই অভ্যাস দিয়েছিল আবহাওয়া দফতর। তাইতো মার্চেই বাংলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। তবে মাঝে বৃষ্টি কয়েকদিন স্বস্তি দিলেও আবার চোখ রাঙাচ্ছে গরম। তবে এই আবহে এবার ফের ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ উঠে এল। কারণ এপ্রিল এবং মে মাস মানেই একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। এর আগে একাধিকবার এমন ঘূর্ণিঝড়ের উদ্ভব হয়েছিল। যার মধ্যে আমফান অন্যতম। আর তাই সেই কারণে বেশ আতঙ্কে থাকে বঙ্গবাসী।
এপ্রিলেই উদ্ভব হবে ঘূর্ণিঝড়ের!
এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, এপ্রিলে অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এরফলে শিলাবৃষ্টি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও। সপ্তাহজুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। যদিও সেটা হবে কিনা, তা নিয়ে এখনই কোনো চূড়ান্ত মতামত প্রদান করা হয়নি। এছাড়াও যদি এপ্রিলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে সেটার কোনও প্রভাব আদেও পশ্চিমবঙ্গ বা ভারতে পড়বে কিনা, সে বিষয়ে আপাতত ভারতীয় মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি।
কী বলছে মৌসম ভবন?
তবে মৌসম ভবনের তরফে বৃষ্টিপাত প্রসঙ্গে জানানো হয়েছে যে, এপ্রিলে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আবার উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অংশে স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই হতে পারে বৃষ্টি বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টির আশঙ্কা আছে। পশ্চিমি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ যেখানে সেখানে ব্যারিকেড নয়! মানতে হবে নির্দিষ্ট নিয়ম, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় ৷ বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে ৷ তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |