প্রীতি পোদ্দার, কলকাতা: একে একে প্রতিটি রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু বিদায় পর্বেও দুর্ভোগ যেন কিছুতেই কমছে না। এমতাবস্থায় অক্টোবরের শেষে সাইক্লোনের (Cyclone) সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে। তা আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে ঘনীভূত হতে পারে। যার জেরে এবার পর্যটকদের উদ্দেশে কলকাতার আবহাওয়া দফতরের তরফে দেওয়া হল বসে বিজ্ঞপ্তি।
ঘুরনা পড়তে জেরে উত্তাল থাকবে সমুদ্র
আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আবারও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতে শুরু করবে। এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সাইক্লোনের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতার আবহাওয়া দফতরের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন আন্দামান সাগরে ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি
এছাড়াও হাওয়া অফিসের সেই বুলেটিনে ঘূর্ণাবর্ত সম্পর্কে আরও জানানো হয়েছে যে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উঁচুতে। এর প্রভাবে ২১ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। তা ক্রমে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে ঘনীভূত হবে। ফলে ঝোড়ো হাওয়া বইবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র। তাই আগামী পাঁচদিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: ‘স্মার্টফোন নেব না!’ সরকারের শর্ত দেখেই বেঁকে বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা
বাংলায় পড়বে কতটা প্রভাব?
যেহেতু এই সময় চলছে উৎসবের মরশুমে, তাই এই সময়ে অনেকেই ছুটি কাটাতে আন্দামানের দিকে বেড়াতে যান। কিন্তু এইমুহূর্তে আন্দামানে দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে। আন্দামানের সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে অন্তত ২৩ তারিখ পর্যন্ত বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে পর্যটকদের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও আগামী কয়েক দিন সমুদ্রের ধারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। তবে আন্দামানে বৃষ্টি হলেও নিম্নচাপের কোনো প্রভাব আপাতত পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। তবে শনি এবং রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে।