প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিল ডানা, এখন কোথায়? আবহাওয়ার রুদ্ররূপ দেখবে দক্ষিণবঙ্গের ৭ জেলা

Published on:

cyclone dana south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অতি গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পরিণত হল ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। স্থলভাগের দিকে যত এগিয়ে আসছে, তত ঝড়ের বেগ যেন বেড়েই চলেছে। আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী ইতিমধ্যেই প্রবল শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ডানা’। বর্তমানে এটি মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পারাদ্বীপের দক্ষিণ-পূর্বে ২৮০ কিলোমিটার দূরে রয়েছে, ধামরার থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে ডানা। আশঙ্কা করা হচ্ছে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়টি ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে।

Cyclone Dana Live Updates

WhatsApp Community Join Now

সময় যত এগোচ্ছে ঝড়ের গতি যেন পাল্লা দিয়ে বাড়ছে। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের আভাস শুরু হয়ে গিয়েছে ওড়িশার একাধিক জায়গায়। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে শুরু হয়েছে দমকা হাওয়া। হাওয়ার বেগে মুহূর্তে মুহূর্তে বেড়েই চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আজ রাত পর্যন্ত সমুদ্রের উপর ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather For Cyclone Dana |

এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গতকাল অর্থাৎ বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেখানে। একটি বা দুটি অংশে অত্যাধিক হারে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে।

বাতিল একাধিক ট্রেন!

পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ডানা’-র মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দামারি পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় ‘ডানা’-র আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে এবং বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও আজ রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা।

সঙ্গে থাকুন ➥