১৪০ কিমি বেগ, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতাঃ শারদীয়ার দুর্গোৎসব মিটতে না মিটতেই আবহাওয়ার আমূল পরিবর্তন দেখা দিয়েছে বিগত কয়েকদিন। রাজ্যে থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি তার ভিটে ছাড়তে নারাজ। তাই বেশ কয়েকদিন ধরে বিকেলের দিকে প্রায় নির্দিষ্ট সময়ে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আর তার মাঝেই এবার বঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গে!

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যেটি কিনা আগামী মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক অর্থাৎ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। আর সবচেয়ে ভয়ের খবর হল এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে।

এই প্রসঙ্গে আবহাওয়াবিদ মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে পারে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়। প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে, তাতে ভারতের ওড়িশার এবং বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী যে জায়গায় আঘাত হানতে পারে। অর্থাৎ কালীপুজোর আগে রাজ্যের কপালে জুটতে চলেছে বড় দুর্যোগ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও তিনি এও জানিয়েছেন যে যদি পশ্চিমবঙ্গের উপকূলে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহলে ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওড়িশায় আছড়ে পড়লে ১৩০-১৫০ কিমি বেগে তাণ্ডবের আশঙ্কা আছে। বরিশাল বিভাগে আছড়ে পড়লে ঝড়ের বেগ থাকতে পারে ১০০-১২০ কিমি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে। সকাল থেকে রোড ঝলমলে আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকে সারাদিন মেঘলা আকাশ। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর ঝংকার। তবে আজকের পর থেকে বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়া তৈরি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। কিন্তু আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া

এইমুহুর্তে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে নিম্নচাপের প্রভাব আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও খানিকটা প্রভাব পড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি চলবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group