বঙ্গোপসাগরে ফের ফুঁসছে ঘূর্ণাবর্ত, বাংলা থেকে অন্ধ্রপ্রদেশ বিধ্বস্ত হওয়ার প্রবল আশঙ্কা! IMD অ্যালার্ট

Published on:

weather

প্রীতি পোদ্দার: পুজো কাটতেই এবার ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে চলেছে বিভিন্ন রাজ্য থেকে। কিন্তু বর্ষা বিদায় নিলেও দুর্যোগ পিছু ছাড়ছে না। চলতি সপ্তাহেও এবার দুর্যোগের ভ্রুকুটি নাচছে। যার ফলে মাথায় হাত সকলের। তবে কি দুর্গাপুজোর মতো লক্ষ্মীপুজোতেও ভিজবে গোটা বাংলা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে ফের উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ভারতীয় মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দেখা গিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে এই নিম্নচাপটি খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যার প্রভাব পরবে বাংলা থেকে বিহার পর্যন্ত। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত মোট ১০ টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা।

কোথায় কোথায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার হবে?

IMD অনুযায়ী জানা হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে বর্ষা বিদায় নিতে চলেছে। আগামী দুই দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই আবহে দক্ষিণ উপদ্বীপ ভারতে ভারী বৃষ্টিপাত এর আশঙ্কা দেখা দিয়েছে। তার উপর আবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে তামিলনাড়ুর অভ্যন্তরে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে৷ অন্যদিকে আবার অসমের উপর এখনও একটি আপার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে৷ এটি অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে৷

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারী বৃষ্টির আশঙ্কা কোন কোন রাজ্যে?

সূত্রের খবর, দক্ষিণের রাজ্যগুলির জন্য IMD-এর পূর্বাভাস অনুসারে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ১৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে, এর পরে ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কেরল এবং অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাত হবে। কর্ণাটকেও ১৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হবে। তবে ১৫ অক্টোবর তামিলনাড়ু এবং কেরলে খুব ভারী বৃষ্টি হতে পারে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বঙ্গের আবহাওয়া

অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ফলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নিম্নচাপ তৈরি হওয়ার সঙ্গে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group