একটু পরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা! বাংলার জন্য অশনি সংকেত? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগিয়ে আসছে ঘূর্ণিঝড়ের শক্তির বেগ ততই যেন আরও বৃদ্ধি পাচ্ছে। আজকেই ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়বে স্থলভাগে। ভারী বৃষ্টির (Weather Update) সতর্কতা একাধিক জায়গায়। তাই ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে, শুধু তাই নয় স্কুল কলেজও ছুটি দেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেমন থাকবে বাংলার আবহাওয়া

সন্ধ্যাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী গত ছ’ঘণ্টায় ‘মন্থা’র গতিবেগে বড় পরিবর্তন এসেছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে এখন ১৫ কিলোমিটার হয়েছে। তার উপর সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করার ফলে এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কাকিনাড়ার মাঝখানে। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আসা পুবালি বাতাসের সঙ্গে জলীয় বাষ্প কিছুটা বেশি থাকায় তা ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ সহ কলকাতাতে বাড়তে চলেছে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ খানিক কম থাকবে।

আরও পড়ুন: দু জায়গায় ভোটার কার্ড বিধায়কের স্ত্রী তথা কাউন্সিলারের! বিস্ফোরক শুভেন্দু

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষ দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join