প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মৌসুমের ফের দুর্যোগের ঘনঘটা। নতুন সপ্তাহ শুরু হতেই আবহাওয়ায় এক তুমুল অস্থিরতা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই স্থলভাগের দিকে ধেয়ে আসছে। যার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বৃষ্টির (Weather Update) সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হলে সেটি দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী অঞ্চল গুলিতে।
হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং মছলিপত্তনম উপকূলের মধ্যে কোনও একটি জায়গায় ল্যান্ডফল হবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার। ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি হতে পারে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১১০ কিমিও হতে পারে। তাই আজকের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ, সৌদি আরব থেকে আসবেন ইমাম! জানালেন হুমায়ুন কবীর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ বঙ্গের মতো উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তবে আগামী বুধবার জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।












