বৃষ্টি কমলেই নামবে পারদ! শীত নিয়ে বড় আপডেট, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাব দেখা গিয়েছে দক্ষিণ এবং উত্তরবঙ্গে। জেলায় জেলায় বৃষ্টি (Weather Update) হয়েই চলেছে। আর তাতেই বেশ অতিষ্ট হয়ে পড়েছে রাজ্যবাসী। সকলের মুখে একটাই প্রশ্ন কবে যাবে এই বৃষ্টির জ্বালা? যদিও হাওয়া অফিস জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হতে পারে। তবে একদিন কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

প্রতিবছর অক্টোবরের শেষভাগ থেকে বা নভেম্বরের শুরুতে বাংলায় ঠান্ডার আমেজ শুরু হয়। কিন্তু এবারে ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা যায়নি। উপরন্তু বৃষ্টি হয়েই চলেছে জেলায় জেলায়। তবে আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি কমে গেলে নাকি বঙ্গে তাপমাত্রা কিছুটা নামবে, কিন্তু পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বৃষ্টি নিয়েও বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, বিগত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে। মাঝে মধ্যেই আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছে হচ্ছে বৃষ্টিও। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ার মতো জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে বউ রেখে পশ্চিমবঙ্গে এসে আরেক বিয়ে! গাইঘাটা থেকে গ্রেফতার ব্যক্তি

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও কয়েকদিন জারি থাকবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তবে রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে দপ্তর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join