পুজোর মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে আজ বৃষ্টি দক্ষিণবঙ্গে, IMD আপডেট

Published on:

weather rain south bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ বৃষ্টির পূর্বাভাস থাকলেও বা ছিটেফোঁটা হলেও নতুন করে যেন দুর্বিষহ গরম পড়তে শুরু করেছে বাংলায়। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। এদিকে পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে ঘূর্ণিঝড়ের (Cyclone) মরসুম শুরু হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে আগামী দিনে ঘূর্ণিঝড় সৃষ্টি আবার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যেমন বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদীয়া জেলায়। জেলাগুলির উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। যদিও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। এইটা দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলি যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া নতুন করে বদলাতে শুরু করবে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদীয়া জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ন্যূনতম বেতন সহ DA বৃদ্ধি! দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের খুশির খবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী

সেইসঙ্গে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলা যেমন কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সঙ্গে থাকুন ➥