সোমবার পূর্ব দিকে অগ্রসর, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে নয়া আপডেট আবহাওয়া দফতরের

Published:

Cyclone Shakti
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সবে দুর্গাপুজোর আমেজ কেটেছে, এখনও বাকি দীপাবলি, তার আগেই দুর্যোগ। বর্ষার মরশুমের পর প্রথম ঘূর্ণিঝড় এই সাইক্লোন শক্তি (Cyclone Shakti)। শনিবার থেকেই আরব সাগরে এর দাপটে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইতে শুরু করে। তবে প্রথম দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূলে, বিশেষ করে মুম্বই শহরে, সতর্কতা জারি করা হয়েছিল ঠিকই কিন্তু পরে, ঝড়ের গতিপথ ও বায়ুর দিক পরিবর্তনের কারণে বিপদের আশঙ্কা অনেকটাই কেটে গিয়েছে বলে খবর। এমতাবস্থায় সাইক্লোন শক্তি নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন।

ঘূর্ণিঝড় শক্তি নিয়ে বড় আপডেট

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় শক্তি আজ, রবিবার পর্যন্ত, পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং সন্ধ্যা নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে। এরপর আগামীকাল সকাল থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পূর্ব দিকে অগ্রসর হবে। এদিকে গতকাল অর্থাৎ জারি করা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে, মৌসম ভবন জানিয়েছে যে আগামী ৮ অক্টোবর পর্যন্ত মুম্বইতে কেবল হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩-৫ অক্টোবরের মধ্যে, উত্তর মহারাষ্ট্র উপকূলে ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে।

ঘূর্ণিঝড় শক্তির জন্য জেলেদের সতর্কতা

এছাড়াও ঘূর্ণিঝড় শক্তির প্রভাব নিয়ে মৌসম ভবন জানিয়েছে যে, মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অংশে, বিশেষ করে মারাঠওয়াড়া এবং পূর্ব বিদর্ভের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর কোঙ্কনের নিম্নাঞ্চলেও বন্যার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে, রবিবার পর্যন্ত গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল এবং পাকিস্তান উপকূলে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আর এই উত্তাল পরিস্থিতির মাঝে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম আরব সাগর, উত্তর-পূর্ব আরব সাগরের সংলগ্ন অঞ্চল, মধ্য আরব সাগর এবং গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল বরাবর এবং অদূরে জেলেদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ‘বকেয়া DA না মিটলে রাজ্যে সপ্তম পে কমিশন চালু সম্ভব নয়!’

কীভাবে হল ঘূর্ণিঝড় শক্তির নাম?

প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা। তাঁদের প্রস্তাবিত নাম অনুসারে এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় সম্পর্কিত WMO/ESCAP প্যানেল দ্বারা অনুসরণ করা হয়েছে। এদিকে আগামীকাল সোমবার সকাল থেকেই ক্রমশ দুর্বল হয়ে পড়ার ফলে, ঘূর্ণিঝড় ‘শক্তি’ আপাতত উপকূলবর্তী এলাকাগুলিতে বড় কোনও বিপদের আশঙ্কা তৈরি করবে না। ফলে মুম্বই ও পার্শ্ববর্তী অঞ্চলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join