উথাল পাথাল বঙ্গোপসাগর! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়বে সাইক্লোন

Published on:

Cyclone Shakti

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বৈশাখের খরতাপে জ্বলছে গোটা বাংলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা সকলের। তাপমাত্রা কমছে তো নাই উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। রীতিমত নাস্তানাবুদ হতে হচ্ছে রাজ্যবাসীকে। বৃষ্টির আশায় সকলে। এরই মধ্যে ফের শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংকেত দিল আলিপুর আবহাওয়া দফতর। নাম রাখা হয়েছে ‘শক্তি’ (Cyclone Shakti)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

মে মাস মানেই ঘূর্ণিঝড়ের মাস। প্রতি বছর এপ্রিল অথবা মে মাসে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট দেখা যায়। এই প্রসঙ্গে কয়েকদিন আগে বাংলাদেশের আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় নিয়ে এক বড় পূর্বাভাস আগেই দিয়েছিল। সেই পূর্বাভাসে জানানো হয়েছিল যে চলতি মাসে বঙ্গোসাগরে প্রায় তিনটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেগুলির মধ্যে একটি বা দুটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে, তা নিয়ে কিছু জানানো হয়নি। এদিকে সেই সম্ভাবনাই এবার বাস্তবতার রূপ নিয়েছে। দেশের এই অস্থির পরিস্থিতির মাঝেই বঙ্গোপসাগরে এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’।

কোথায় কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়?

সম্প্রতি ঘূর্ণিঝড়ের এই পূর্বাভাস প্রথম দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, আগামী ২৩ থেকে ২৮ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম শ্রীলঙ্কার দেওয়া ‘শক্তি’ নামেই হবে বলে জানা যাচ্ছে। এবং তিনি তাঁর পেজে এও জানিয়েছেন যে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবিত অঞ্চলগুলি হতে পারে ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত। তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নাকি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারি বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কা

যদিও এখনও পর্যন্ত ঘুর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা জারি করা হয়নি বাংলাদেশে। তবে আগামী ১৬ থেকে ১৮ মে মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কার কথা জানিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। এবং পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ২৪ থেকে ২৬ মের মধ্যে ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝে কোনও একটি স্থানে ল্যান্ডফল করতে পারে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস, ভারি বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা হিল স্টেশন, গরমের ছুটিতে ঘুরে আসুন ‘লিটল কাশ্মীর’

অন্যদিকে বর্ষার আগমন নিয়ে এক বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস। জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এছাড়াও পূর্ব নির্ধারিত সময়ের অনেক আগেই অর্থাৎ আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু কেরালা এবং পশ্চিমবঙ্গে বর্ষার আগমন নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group