প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হল বাংলায়! ভয়ঙ্কর রূপ নিয়েই এবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি (Cyclone Shakti)। কদিন আগেই বাংলাদেশের আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছিল যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন এক ঘূর্ণিঝড়। যদিও সেই সময় মৌসম ভবনের তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে সেই আশঙ্কাই এবার সত্যি হল। দিন কয়েকের মধ্যেই এবার ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়তে চলেছে স্থলভাগে।
মে-তেই ঘূর্ণিদশা
আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় মে মাসেই আছড়ে পড়েছিল বারংবার। এবারেও নাকি তার ব্যতিক্রম হবে না। কারণ খুব শীঘ্রই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। যার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কের আবহ তৈরি হয়েছে বাংলায়। অনেকদিন আগেই বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল। বলা হয়েছিল সম্প্রতি বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকেই নাকি তৈরি হবে এই ঘূর্ণিঝড়। এবং নাম হিসেবে শ্রীলঙ্কার দেওয়া নাম ‘শক্তি’ রাখা হবে।
ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা
এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে গত রবিবার বাংলাদেশের আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আগামী ১৬ থেকে ২২ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যেহেতু গত পাঁচ বছর ধরে প্রতি মে মাসে এই ধরনের ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, তাই এই ঘূর্ণাবর্তটিও একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ মনে করছেন। অন্যদিকে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছে যে, বাংলাদেশের দিকে ঝড় এগিয়ে এলে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড়, ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শারীরিক সমস্যা না অন্য কিছু! কীভাবে রিঙ্কু পুত্র সৃঞ্জয়ের মৃত্যু? ফাঁস ময়নাতদন্তের রিপোর্টে
কোথায় কোথায় আছড়ে পড়বে এই ঝড়?
অন্যদিকে এই শক্তি ঘূর্ণিঝড় বাংলাদেশের কোথায় কোথায় আছড়ে পড়তে পারে তা নিয়ে একটা আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাসে, বলা হয়েছে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। আর এই ঘূর্ণিঝড় ‘শক্তি’ আছড়ে পড়তে পারে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট এলাকায়। ইতিমধ্যে, এই অঞ্চলের নদী বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতায় খুব বেশি পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে টানা দুই থেকে তিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |