প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে শীতের দাপট যেন ক্রমেই বেড়ে চলেছে। যদিও প্রথম দিকে অনেকেই ভেবেছিল যে শীতের খুব একটা দাপট নতুন বছরেও দেখা দেবে না। কিন্তু কয়েকদিন পরেই টের পাওয়া গেল। শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে দক্ষিণের জেলা গুলিতে। মাঝে কিছুদিন তাপমাত্রা ওঠা-নামা করলেও এখন আবার জাঁকিয়ে পড়েছে শীত। আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে এই শীতের আমেজ। ওদিকে আজ মরসুমের শীতলতম দিন কলকাতায়। গতকাল রাতে মহানগরীর তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে বাতাসের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে জোট বেঁধেছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে কিছুদিন আগে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই ঘূর্ণাবর্তের গতি পরিবর্তিত হয়ে স্থান পরিবর্তন করে বর্তমানে সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে। এই মুহুর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তটি। তবে স্বস্তির বিষয় হল ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। শুষ্ক মেজাজই আপাতত বিরাজ করবে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কনকনে শীতের আমেজও বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকছে। কুয়াশার কারণে সমস্যা হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টি হবে না। এই জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশা দেখা যাবে। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। অন্যদিকে কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলি, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে।