প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরে এসেছে শীতের দাপট। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি যে সুস্পষ্ট নিম্নচাপ এতদিন উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, এ বার সেই নিম্নচাপও স্থান পরিবর্তন করে উত্তরের ঠান্ডা এবং শুকনো বাতাস টেনে আনতে শুরু করেছে পাঞ্জাব থেকে সরাসরি দক্ষিণবঙ্গে। রাজ্যবাসী মেতেছে শীতের আনন্দে।
কিন্তু এই আবহে শ্রীলঙ্কা উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এগিয়ে যাবে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। যার ফলে আজ তামিলনাড়ু, কড়াইকাল এবং পুদুচেরির একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে এর কোনো প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না।
আজকের আবহাওয়া
আজ ভোর থেকেই কুয়াশায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ঢেকে থাকলেও, বেলা বাড়তেই সেই কুয়াশার প্রভাব একদমই দূর হবে। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে রাজ্য জুড়ে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৪ শতাংশ। এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত পাহাড়ে তুষারপাতেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে মাঝারি থেকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকার কথা বলেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আর পাশাপাশি প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফ থেকে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, উত্তর থেকে দক্ষিণে জেলার আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। বৃষ্টিপাতের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। বিভিন্ন জেলার পারদ পতন হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী চারদিনে অবশ্য বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।