পুজোর মধ্যেও বাংলায় দুর্যোগ, সাগরে সৃষ্টি নয়া ঘূর্ণাবর্তের! ভারী বৃষ্টির অ্যালার্ট আবহাওয়া দফতরের

Updated on:

durga puja bristi ghurnaborto

শ্বেতা মিত্র, কলকাতাঃ মিলে যাচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সাগরে তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। আবহাওয়া দফতর আগে জানিয়েছিল ঘুর্ণাবর্ত তৈরি হতে পারে। সম্প্রতিতম আপডেট অনুযায়ী মিলে গিয়েছে এই সম্ভাবনার কথা। একই সঙ্গে অবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর আগে কী বলেছিল?

WhatsApp Community Join Now

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আবারও ঘুর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির বেগ কমেছিল। এরপর থেকে আবারও বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মহালয়ার সকালে বৃষ্টির সম্ভাবনা ছিল। সম্ভবনা মোতাবেক বৃষ্টি এদিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।

এখন কী আপডেট?

লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি বর্তমানে রয়েছে পশ্চিম মায়ানমার উপকূল এবং দক্ষিণপূর্ণ বাংলাদেশের ওপর। আগামী দুই দিনে ঘূর্ণাবর্ত আরও শক্তি সঞ্চয় করতে পারে। শক্তি বাড়িয়ে আগামী ৪ অক্টোবর ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। তখন সেটা থাকতে পারে উত্তর বঙ্গপোসাগরের ওপর।

দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সতর্কবার্তা

নিম্নচাপে এগিয়ে আসতে পারে উত্তর বঙ্গপোসাগরের ওপর দিয়ে। যার ফলে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ওপর। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার ও বৃহস্পতিবার হতে পারে বজ্রপাত। সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। সেই সঙ্গে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

ভারী বৃষ্টির সম্ভবনা

ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ৪ অক্টোবরের জন্য এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। পরের দিন বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু থাকবে বজ্রপাত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির চলতে পারে আগামী ৯ তারিখ পর্যন্ত।

সঙ্গে থাকুন ➥
X