ভারী বৃষ্টির কবলে চেন্নাই, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ! ঘূর্ণিঝড়ের সতর্কতা IMD-র

Published:

tamil nadu weather
Follow

সহেলি মিত্র, কলকাতা: অক্টোবর মাস শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। বেশ কিছু রাজ্যে আবার শীতের আমেজও দেখা দিয়েছে। এরই মাঝে একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল তামিলনাড়ু (Tamil Nadu Weather)। পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের তরফে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বা আইএমডি অনুসারে, বুধবার বিকেল নাগাদ এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর, উত্তর তামিলনাড়ু-পুদুচেরি-করাইকাল এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্কুল বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের

চেন্নাইয়ের জেলা কালেক্টর রশ্মি সিদ্ধার্থ জাগাড়ে, ভারী বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বুধবার চেন্নাইয়ের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন, একইভাবে, চেন্নাই ছাড়াও কুড্ডালোর, ভিল্লুপুরম এবং রানিপেটের জেলা কালেক্টররাও তাদের জেলার স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছেন। মঙ্গলবারের ঘোষণা অনুসারে, শুধুমাত্র থুথুকুডির স্কুলগুলি বন্ধ থাকবে। পুদুচেরি এবং কারাইকাল প্রশাসন ঘোষণা করেছে যে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে আজ স্কুল ও কলেজ বন্ধ থাকবে।

এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে উত্তর তামিলনাড়ু -পুদুচেরি-করাইকাল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে চেন্নাই সহ তামিলনাড়ুর অনেক অংশ ব্যাপক বন্যা এবং জলাবদ্ধতার সাথে লড়াই করছে।

তামিলনাড়ুতেও ভারী বৃষ্টির সতর্কতা

আইএমডি অনুসারে, ভিল্লুপুরম, চেঙ্গালপাট্টু, কুড্ডালোর এবং মায়িলাদুথুরাই জেলা এবং পুদুচেরিতে কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এক বা দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। IMD -র তরফে জানানো হয়েছে, “চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, রানিপেট, তিরুভান্নামালাই, কাল্লাকুরিচি, আরিয়ালুর, পেরাম্বলুর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম জেলা এবং কারাইকাল অঞ্চলের কয়েকটি জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সালেম, তিরুচিরাপল্লী, ভেলোর, তিরুপাট্টুর, ধর্মপুরি এবং পুদুক্কোত্তাই জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join