রেডি রাখুন ছাতা, কিছুক্ষণেই কলকাতা সহ ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি সঙ্গে বজ্রপাত! জারি অ্যালার্ট

Published on:

weather rain kolkata thunderstorm

শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। একে তো সামনেই রয়েছে দুর্গাপুজো, কিন্তু তার আগেই ব্যাপক ঝড়-বৃষ্টিতে কাঁপতে চলেছে বাংলার একের পর এক জেলা বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকালে বেশকিছু জেলা ইতিমধ্যে বৃষ্টি হয়েও গিয়েছে কয়েক দফায়। তবে এখানেই শেষ নয়, বৃহস্পতিবার দুপুর হতে না হতেই কলকাতা সহ হুগলি, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। সেই সঙ্গে আকাশে গুড়ুম গুড়ুম শব্দও শোনা যাচ্ছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারও কি আজ দুপুর বা বিকেলের দিকে বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা রয়েছে? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

WhatsApp Community Join Now

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানা গিয়েছে এই নিম্নচাপের প্রভাবে আজ থেকে শুরু করে আগামীকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টি পাশাপাশি কলকাতা, হুগলি, নদীয়া সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপাতত বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

শনি ও রবিতে চলবে ভারী বৃষ্টি

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী শনি ও রবিবার কলকাতাতে ভারী বৃষ্টির আশঙ্কা তীব্র রয়েছে। জানা যাচ্ছে, আপাতত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি শক্তি বাড়িয়ে আগামী দিনে নিম্নচাপে পরিণত হওয়ার লক্ষণ তীব্র দেখা দিয়েছে। মহালয়া এবং তারপর দুর্গাপুজোর দিনগুলিতে বাংলার সর্বত্রই হালকা মাঝারি এবং কখনো ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পঙ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলির বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা শুনিয়ে রেখেছেন আবহাওয়াবিদরা।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এটিই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তোড়জোড় শুরু করেছে।

সঙ্গে থাকুন ➥