প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসেও এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই দুইয়ের জোড়া ফলায় শীতপ্রেমীদের সুখে ঘা পড়তে চলেছে। আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটার প্রভাবে ওই অঞ্চলের উপরেই গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টায় আরও সুস্পষ্ট হয়ে উঠবে।
জোড়া ফলায় ফের চড়বে পারদ!
আশঙ্কা করা যাচ্ছে আগামী বুধবার নাগাদ শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূল বরাবর ভারত মহাসাগরের কাছে পৌঁছাবে। যার ফলে আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে এই নিম্নচাপের প্রভাবে খুব একটা বড় প্রভাব দক্ষিণবঙ্গে দেখা যাবে না। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদ। বঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তবে আগামী সপ্তাহের শেষে দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি ছ’টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে না। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।