সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখে খুশি হচ্ছেন? ভাবছেন অবশেষে পুজোর মুখে দুর্যোগ কাটল? দাঁড়ান দাঁড়ান, ‘পিকচার অভি বাকি হ্যায়।’ একে তো নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েই রয়েছে বঙ্গোপসাগরে, তার ওপর আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার খবর শোনাল (Weather Update) আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ পুজোতে যে বৃষ্টি হবে সেটা গ্যারেন্টি।
ফের নিম্নচাপ তৈরির ভ্রূকুটি
আজ বুধবার সকাল থেকেই রোদ দেখে ঘুম ভেঙেছে বাংলার মানুষের। সেইসঙ্গে অনেকেই ইতিমধ্যে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন এই ভেবে যে তাহলে কি শেষমেশ বৃষ্টির তাণ্ডব শেষ হল! তবে দাঁড়ান, এবার জানা যাচ্ছে যে, মায়ানমার সাগরের নিম্নচাপ বঙ্গোপসাগর হয়ে বাংলার স্থলভাগে প্রবেশের পর ঝাড়খন্ড হয়ে ক্রমশঃ সরে যাচ্ছে ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের দিকে। ইতিমধ্যেই সে অনেকটা দুর্বল। তবে দুর্যোগ কিন্তু এখনই বাংলার পিছু ছাড়ছে না। জানা গিয়েছে, আশঙ্কা সত্যি করে চতুর্থী থেকেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা সহ জেলায় জেলায়।
আরও পড়ুনঃ বেলিয়াতোড় দুর্গাপুর রেল লাইনের কাজ দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রকে চিঠি সৌমিত্র খাঁ-র
আলিপুর জানিয়েছে, আগামীকাল ২৫ সেপ্টেম্বর চতুর্থী। আর এদিনই উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
সন্ধের পর থেকে নামবে বৃষ্টি
আজ যেমন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনই নিম্নচাপের সৌজন্যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বেশ খানিকটা বাড়বে বলে খবর। এই যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হবে। কাল সন্ধ্যার পর থেকে চতুর্থীর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টি হবে কলকাতাতেও। পঞ্চমীর দিন থেকে আরও বৃষ্টি বাড়বে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পঞ্চমীর দিন বৃষ্টি কিছুটা বাড়বে কলকাতায়।