প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষ মাস প্রায় শেষের মুখে। এদিকে জাঁকিয়ে শীতের দেখা একদমই নেই। মাঝে মধ্যে পারদের মান কমলেও পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের দাপটে ফের তাপমাত্রা বাড়ছে। তার উপর ঘন কুয়াশার দাপট তো রয়েছেই। এই আবহে ফের চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। নিম্নমুখী তাপমাত্রার পারদের কারণে আবারও জাঁকিয়ে ঠান্ডা ফিরতে পারে।
এইমুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তার বদলে বঙ্গে ঢুকছে পূবালী হাওয়া। এর ফলে গত রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আজ মঙ্গলবারেও আরও একটু বাড়়ল বঙ্গের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে আশা করা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই আগামীকাল থেকে আবার পারদ নামবে। তবে আপাতত কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তবে আগামী ১০ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পারদ ফের ঊর্ধ্বমুখী হতে পারে। অন্যদিকে
হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। মোট চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেই চারটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেই জেলাগুলো হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান