প্রীতি পোদ্দার: পুজো একদম দোরগোড়ায়। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন থেকেই প্যান্ডেল দর্শনের প্ল্যান শুরু হয়ে গিয়েছে। কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই চলছে জোরকদমে। কিন্তু এই পরিস্থিতিতে সকলের আনন্দের মাঝে চিন্তা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া। সম্প্রতি নিম্নচাপের দর্শন দেখা গিয়েছে বঙ্গোপসাগরে।
নিম্নচাপ ঘাঁটি বেঁধেছে বঙ্গোপসাগরে
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার, নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে মুর্শিদাবাদ জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও উপকূল লাগোয়া জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ এর সতর্কতা জারি করা হয়েছে। এমনকি উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই।
এই নিম্নচাপের প্রভাবে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে যখন বৃষ্টি হবে না। জানা গিয়েছে নিম্নচাপের এই বৃষ্টি কমতে পারে আগামী রবিবার থেকে। এদিকে বুধবার ষষ্ঠী, তাই কিছুটা খোলা মনে প্যান্ডেল হুপিং করা যাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও জন্য আগামী ৩ থেকে ৪ দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ে ধস নামার আশঙ্কা প্রবল।